গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে মাগুরা সদর থানার অন্তর্গত পারলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়, যা নেতৃত্ব দেন লে. কর্ণেল আনন্দ মোস্তফা মিশুর। অভিযানে মাগুরা সদর ও মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা অংশগ্রহণ করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মো. ফরিদ হাসান খান (৫৬), মো. সোহেল রেজা (৩৮), মো. নূহুদারুল হুদা (৫৯), মো. আব্দুল জলিল জুয়েল (৩৫), মো. শাহিন শেখ (২৮), কাজী আরিফুল হক (৪৫), মো. আইনূল হোসাইন (৪৪), মো. ইলিয়াছ খান (৩৩) এবং সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮)।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—১টি চাইনিজ পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, ১টি এয়ার গান, ২৭৬ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ৬টি চাপাতি, ২ বোতল মদ, দেড় লাখ টাকা এবং ১১টি মোবাইল ফোন।
তারা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, ভোর ৬টার দিকে গ্রেপ্তারকৃতদের ও অস্ত্রগুলো সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএস/এসএন