আমেরিকা না ছাড়লে অবৈধ অভিবাসীদের দৈনিক ৯৯৮ ডলার জরিমানা

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের প্রতি একটি নতুন কঠোর জরিমানা পরিকল্পনা করেছে। এই পরিকল্পনায়, অবৈধ অভিবাসী কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, তবে তাকে প্রতিদিন ৯৯৮ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। জরিমানা পরিশোধ না করলে, সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাবও রয়েছে।

এই আইন ১৯৯৬ সালের এক আইনে বিধিবদ্ধ ছিল, যা ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো কার্যকর করে। পরবর্তী পাঁচ বছর ধরে এই জরিমানা প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে, যার ফলে একেকজন অভিবাসী ১ মিলিয়ন ডলারেরও বেশি জরিমানা হতে পারে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেছেন, অবৈধ অভিবাসীদের সিবিপি ওয়ান নামক একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ‘স্ব-নির্বাসন’ এবং দেশ ত্যাগ করতে বলা হচ্ছে। যদি তারা দেশ ত্যাগ না করেন, তবে জরিমানা ছাড়া পরিণতি আরো গুরুতর হতে পারে।

ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন যে, পরিশোধ না করা জরিমানা এবং অভিবাসীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে হোয়াইট হাউস কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগকে চাপ দিয়েছে।

এছাড়া, মার্কিন বিচার বিভাগও নাগরিক সম্পদ বাজেয়াপ্তকরণ নিয়ে পর্যালোচনা করছে।



এসএস/এসএন

Share this news on: