তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বুধবার (৯ এপ্রিল) সাক্ষাৎ করেছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে পাকিস্তানি হাইকমিশনার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং পাকিস্তান টেলিভিশন (পিটিভি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই করার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, সাক্ষাৎকালে উপদেষ্টা পাকিস্তানে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে পাকিস্তান সরকারের সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এই সাক্ষাতে পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ এবং তথ্য উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির উপস্থিত ছিলেন।


এসএস/এসএন

Share this news on: