গাজীপুর সাফারি পার্কের জরাজীর্ণ অবস্থা থাকবে না : পরিবেশ উপদেষ্টা

গাজীপুরের সাফারি পার্কে জরাজীর্ণ অবস্থা থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘জরাজীর্ণ অবস্থা কেন থাকবে। আপনার জিনিসপত্র কেমন জরাজীর্ণ, তা দেখেই আপনার কমিটমেন্ট (অঙ্গীকার) কেমন, কাজের প্রতি সেটা বোঝা যায়। এ রকম জরাজীর্ণ অবস্থা থাকবে না, ইনশাআল্লাহ।

আজ বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে বিভিন্ন প্রাণী বেষ্টনী পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রিজওয়ানা হাসান বলেন, ‘আমার (সাফারি পার্ক) ঘুরে দেখার সামগ্রিক অভিজ্ঞতাটা ইতিবাচক হলো। তিনটা জায়গায় আমার সত্যিই খারাপ লেগেছে। একটি হলো যেখানে হাতিগুলো রাখা হয়েছে সেটা, আরেকটা যেখান থেকে লেমুর তিনটি চুরি হয়ে গেল বা আমরা আর খুঁজে পাচ্ছি না।

আরেকটা হলো দুটি জাগুয়ার দেখলাম সেটা দেখে।’

তিনি বলেন, ‘এখানে আমার মনে হয়েছে, একটা সাফারি পার্কে যারা আসবে, তারা প্রাণীকে দেখে প্রাণীকে ভালোবাসবে। ভালোবাসাটা জাগানোর জন্যই সাফারি পার্কের আয়োজন। তা না হলে তো চিড়িয়াখানার পর আর সাফারি পার্কের প্রয়োজন ছিল না।

লেমুর চুরির ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যতটুকু সম্ভব আমি বিস্তারিতভাবেই তদন্ত করব। সেখানে আমি বাইরের বিশেষজ্ঞও অন্তর্ভুক্ত করব। কী করে ভবিষ্যতে এটা প্রতিহত করা যায়, এটা দেখব। লেমুর তিনটি যেখান থেকে হারিয়ে গেছে সে জায়গাটা অরক্ষিত, এ কথাটা আমি কখনোই বলব না। এখানে ভেতরে ঢোকার সুযোগটা তারা (চোর) কেমন করে পেল, এটার ব্যাখ্যা তো আমি অবশ্যই দেখব।

উপদেষ্টা আরো বলেন, ‘কেন বারবার এ রকম ঘটনা ঘটছে। বিরল প্রজাতির যেসব বন্য প্রাণী আমরা এখানে এনে রাখছি সেগুলো হারিয়ে যাচ্ছে, সেটা খুঁজে বের করতে হবে। একই জায়গা থেকে যখন ময়না পাখি হারায় না, টিয়া পাখি হারায় না, কিন্তু লেমুর যখন হারায়; তখন বুঝতে হবে এখানে কোনো একটা সমস্যা আছে। সে সমস্যাটা আজ আমি চিহ্নিত করব। আমার মনে হয়, এই সাফারি পার্কের ব্যবস্থাপনাটাকে আরো অনেক উন্নত করা যায়, আরো অনেক প্রাণীবান্ধব, আরো অনেক দর্শনার্থীবান্ধব করা যায়।’

উপদেষ্টা বলেন, ‘কোনো প্রাণী হারিয়ে যাওয়ার জন্য এখানে দেওয়া হয়নি। সব কটাকে সুরক্ষিত রাখার জন্য এখানে দেওয়া হয়েছে। হারিয়ে গেছে মানেই হলো আমার যা করার কথা, আমি তা করতে পারিনি বা আমি তা করিনি।’

এর আগে উপদেষ্টা কোর সাফারি পার্ক, সাফারি কিংডমসহ বিভিন্ন প্রাণী বেষ্টনী ঘুরে দেখেন। ওই সময় পার্কটির কর্মকর্তা ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন, পুলিশ সুপার (এসপি) ড. চৈৗধুরী মো. যাবের সাদেক, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারী, কেন্দ্রীয় সার্কেলের বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন আকন প্রমুখ।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অসুস্থ চালকের জায়গায় গাড়ি চালালেন হাসনাত আব্দুল্লাহ Jul 06, 2025
img
যৌথ অভিযানে ধরা পড়ল আন্তঃজেলা ডাকাত সর্দার Jul 06, 2025
img
প্রয়োজনে পর্যাপ্ত ডকুমেন্টস সরবরাহ করা হবে : ফরহাদ Jul 06, 2025
img
টলিপাড়ার দ্বন্দ্বে কাজহীন অনির্বাণ Jul 06, 2025
img
কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই : সালাহউদ্দিন Jul 06, 2025
img
রেকর্ড জয়ে সিরিজে সমতা ভারতের Jul 06, 2025
img
ব্যাংকক থেকে হাতিরঝিল : সংবর্ধনা নিয়ে ফুটবলারদের বার্তা Jul 06, 2025
img
লোহিত সাগরে জাহাজে হামলা, চলছে গোলাগুলি Jul 06, 2025
img
৫ আগস্ট গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব : নাহিদ Jul 06, 2025
img
বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক Jul 06, 2025
img
ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত Jul 06, 2025
img
ট্রাম্পের শুল্ক স্থগিতের তিন মাস সময় শেষের পথে, পরবর্তীতে কী হবে Jul 06, 2025
img
কারও উদ্যোগে ইন্টারনেট বন্ধ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে : আইসিটি সচিব Jul 06, 2025
img
সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করছে যুক্তরাজ্য, বিশাল আর্থিক সহায়তার ঘোষণা Jul 06, 2025
img
কাঁদতে কাঁদতে বিমানবন্দরে পৌঁছলেন নোরা ফতেহি Jul 06, 2025
img
ডিসি-এসপিরা চিপায় পড়ে ভালো ব্যবহার করছেন : হাসনাত Jul 06, 2025
img
আগস্টে ভারত না আসায় বিকল্প প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ Jul 06, 2025
img
আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ Jul 06, 2025
১০ মিনিটে বাংলাদেশের আলোচিত সব খবর Jul 06, 2025
img
নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি : শায়েখে চরমোনাই Jul 06, 2025