‘মা আমাকে বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন’

স্কুলজীবনের একটা বড় সময় মাকে ছাড়াই কেটেছ। তাই এখন আরও বেশি করে মায়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। মঙ্গলবার মায়ের জন্মদিনে আবেগপ্রবণ অভিনেত্রী।

মা চিত্রা চট্টোপাধ্যায়ের জন্মদিনে দু’জনের একসঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগা মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। অভিনেত্রীর কথায় মা-মেয়ের সম্পর্ক অনেকটা ‘টম অ্যান্ড জেরি’র মতো।

মায়ের জন্মদিনে পেশাগত কাজও রয়েছে বিবৃতির। কিন্তু তার মাঝেই চলছে উদ্‌যাপন। ‘ভটভটি’ খ্যাত অভিনেত্রী বললেন, ‘‘রাত্রে কেক কাটায় মায়ের আপত্তি ছিল। তাই আজ সকালে মাসি এবং মেসোমশাইয়ের উপস্থিতিতে আমরা কেক কেটে একসঙ্গে প্রাতরাশ সেরেছি।’’

বিকেলের দিকে মায়ের বন্ধুর বাড়িতে যাবেন বিবৃতি। সেখানে খাওয়াদাওয়া এবং ঘরোয়া উদ্‌যাপনের আয়োজন থাকবে।

কর্মসূত্রে চিত্রাকে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। কিন্তু রাজস্থানের স্কুলে পড়াকালীন ৫ বছর মায়ের সঙ্গ পেয়েছিলেন বিবৃতি। কারণ সেই স্কুলেই তখন চাকরি করতেন চিত্রা। অল্প বয়সে মায়ের সান্নিধ্য পাননি বলে মনের মধ্যে কোনও দুঃখ পুষে রাখেননি বিবৃতি। বরং এখন আরও বেশি করে মায়ের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করেন।

২০১২ সালে বাবাকে হারিয়েছেন বিবৃতি। জীবনের চলার পথে মনোবল থেকে শুরু করে ইচ্ছাশক্তি এবং স্বাধীন জীবনযাপনের আদর্শ তিনি মাকে দেখেই রপ্ত করেছেন বলে জানালেন বিবৃতি।
অভিনেত্রীর কথায়, ‘‘এখনও পর্যন্ত ক্যারিয়ারে যেভাবে এগিয়েছি, সেখানে মায়ের নীরব সমর্থন পেয়েছি। মা এবং আমার পরিবার কিন্তু আমাকে প্রত্যেক মুহূর্তে সমর্থন করে।’’

এই মুহূর্তে নিজের ক্যারিয়ারেই মনোযোগ দিতে চাইছেন বিবৃতি। ছোট থেকে দীর্ঘ সময় অভিভাবকের উপস্থিতি ছাড়াই সময় কেটেছেতাঁর। তাই একা থাকতে কোনও সমস্যা হয় না বিবৃতির। মহামারির পর চিত্রা কলকাতায় ফিরে আসেন। এখন দু’জনে একসঙ্গে থাকেন।

 বিবৃতির কথায়, ‘‘তথাকথিত মা-মেয়ের বদলে আমাদের সম্পর্কটা অনেকটাই বন্ধুর মতো।’’ কিন্তু প্রেম বা বিয়ে নিয়ে মায়ের তরফে কোনও চাপ কি আসে? বিবৃতি হেসে বললেন, ‘‘মা আমাকে বলেই দিয়েছেন সম্পর্কে না জড়াতে। আর কোনও দিন বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন।’’

কিন্তু ভবিষ্যৎ কেউই জানে না। তাই আগামী দিনে যদি সম্পর্কে জড়ান? বিবৃতির উত্তর, ‘‘এই মুহূর্তে কাজে মন দিতে চাই। কোনও রকম সম্পর্কে জড়াতে চাই না।’’

বিবৃতি অভিনীত ‘দেবী চৌধুরাণী’ ছবিটি মুক্তি পাবে অগস্ট মাসে। এ ছাড়াও রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ় ‘পরিণীতা’তে তাকে দেখবেন দর্শক।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন : গ্রেফতার আরও ২ Apr 19, 2025
img
ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা Apr 19, 2025
img
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী Apr 19, 2025
img
টানা বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা Apr 19, 2025
img
গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর হামলা Apr 19, 2025
img
মাগুরায় ছাত্রদল নেতা রাব্বী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার Apr 19, 2025
img
ভূমি ও ইশানকে নিয়ে আসছে নেটফ্লিক্সের শাহী প্রেমের ধামাকা Apr 19, 2025
img
ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান Apr 19, 2025
img
দিল্লিতে ভবন ধসে প্রান গেল ৪ জনের, আটকা পড়েছেন অনেকে Apr 19, 2025
img
এবার যুক্তরাষ্ট্রের ১৫ শহরে ‘দাগি’ Apr 19, 2025