আকস্মিক কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষা উপদেষ্টা

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। গত কয়েক বছরের রীতি অনুযায়ী পরীক্ষার শুরুর দিন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শিক্ষামন্ত্রী কেন্দ্র পরিদর্শনে যাননি। তবে এবার সেই রীতি ভেঙে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। যিনি সি আর আবরার নামে পরিচিত। তবে তার সঙ্গে মিডিয়ার বহর, শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর বা বোর্ডের কর্মকর্তারা থাকছেন না।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান ঢাকা পোস্টকে বলেন, শিক্ষা উপদেষ্টা এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন কি-না এমন কিছু আমাদের নিশ্চিত করেননি। তবে যাবেন না এমনটিও বলেননি।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বলছে, আগামীকাল এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন তার দপ্তরের কর্মকর্তাদের। তবে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন তা তিনি জানাননি।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির ঢাকা পোস্টকে বলেন, উপদেষ্টা কেন্দ্র পরিদর্শনের যাবেন এমন বিষয়ে আমাদের জানাননি।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দলবল নিয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যেতেন। এ নিয়ে সমালোচনা শুরু হলেও তিনি এ থেকে বিরত হননি। পরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি শেষের দিকে এসে পরীক্ষা শুরুর দিন কেন্দ্র পরিদর্শনে যাননি। তারই ধারাবাহিতা মহিবুল হাসান চৌধুরী নওফেল যাননি। তার আগে ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি জামায়াতের সরকারের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নকল ধরতে হেলিকপ্টারে করে কেন্দ্র পরিদর্শনে যেতেন। যা ওই সময় তুমুল আলোচনার জন্ম দেয়।

আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ছেলে পরীক্ষার্থীর তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে এরই মধ্যে কোচিং সেন্টার বন্ধ রাখা, প্রশ্নফাঁস, গুজব ঠেকাতে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারিসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
প্রথমবারের মতো দক্ষিণি সিনেমায় কারিনা Apr 19, 2025
img
প্রতিবেশীর সঙ্গে ছেলের মারামারি, ঠেকাতে গিয়ে বৃদ্ধ বাবার মৃত্যু Apr 19, 2025
img
হজের জন্য জমানো টাকা অন্য কাজে খরচ করলে গুনাহ হবে? Apr 19, 2025
img
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন : গ্রেফতার আরও ২ Apr 19, 2025
img
ইরানে ইসরায়েলের হামলার গোপন পরিকল্পনা ফাঁস Apr 19, 2025
img
ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা Apr 19, 2025
img
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী Apr 19, 2025
img
টানা বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা Apr 19, 2025
img
গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর হামলা Apr 19, 2025
img
মাগুরায় ছাত্রদল নেতা রাব্বী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার Apr 19, 2025