৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর বিষয়ে যা বলল পিএসসি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (৯ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবির পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করেছে।

কমিশনকে বর্তমানে ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭ তম বিসিএসসহ নন-ক্যাডারের বিভিন্ন নিয়োগসংক্রান্ত জট নিরসনকল্পে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থীদের সার্বিক প্রস্তুতির পাশাপাশি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ইতি টানার বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

উল্লেখ্য, বিসিএস পরীক্ষাসহ অন্যান্য বড় পরীক্ষা (নন-ক্যাডার, সিনিয়র স্কেল, বিভাগীয় পরীক্ষা) প্রস্তুতিতে প্রশ্নপত্র ছাপানো, উত্তরপত্র ছাপানো এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্র নির্ধারণ বিপিএসসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু বিপিএসসির নিজস্ব অবকাঠামো নেই তাই এ সকল কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করা হয়।

আরো বলা হয়, পরীক্ষা কেন্দ্র নির্ধারণের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের প্রাধিকারভুক্ত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এসএসসি/এইচএসসির মতো পরীক্ষা, ছুটি ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে বিপিএসসির প্রস্তাবিত পরীক্ষাসমূহের জন্য তাদের প্রতিষ্ঠান ব্যবহারের অনুমতি প্রদান করে থাকে। যেহেতু পরীক্ষা কেন্দ্রের জন্য একই সাথে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন হয়, তাই বিষয়টি জটিল।

সার্বিক বিবেচনায় বিপিএসসি মনে করে বিসিএস ৪৪, ৪৫, ৪৬, ৪৭ সহ বিভিন্ন নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠানের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।

উল্লেখ্য, কোনো প্রার্থীর ক্ষেত্রে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা একই দিনে নির্ধারিত হলে সে ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে অবগত করা হলে মৌখিক পরীক্ষার বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিভিন্ন অংশীজনের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনায় সবর্দা প্রস্তুত। তবে বিসিএস ৪৬-এর লিখিত পরীক্ষা বিলম্বিত করার পক্ষে কতিপয় প্রার্থী ৮ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতো কেপিআইয়ের সম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অবৈধ প্রবেশের যে চেষ্টা করেছেন তা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রার্থীসহ সবার সহযোগিতা কামনা করেছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের Apr 19, 2025
img
হাসিনা পালানোর কথা শুনে বোরকা খুলে ফেলে দেই: বাঁধন Apr 19, 2025
img
জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের Apr 19, 2025
img
প্রথমবারের মতো দক্ষিণি সিনেমায় কারিনা Apr 19, 2025
img
প্রতিবেশীর সঙ্গে ছেলের মারামারি, ঠেকাতে গিয়ে বৃদ্ধ বাবার মৃত্যু Apr 19, 2025
img
হজের জন্য জমানো টাকা অন্য কাজে খরচ করলে গুনাহ হবে? Apr 19, 2025
img
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন : গ্রেফতার আরও ২ Apr 19, 2025
img
ইরানে ইসরায়েলের হামলার গোপন পরিকল্পনা ফাঁস Apr 19, 2025
img
ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা Apr 19, 2025
img
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী Apr 19, 2025