জন্মদিনে আল্লুর নতুন সিনেমার ঘোষণা

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বাড়ির সামনে সকাল থেকে অনুরাগীদের ভিড় বাড়ছে। জন্মদিনে প্রিয় তারকাকে এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন অগণিত মানুষ। বিকেলের দিকে তাদের আশা পূরণ করলেন এই তারকা।

মঙ্গলবার ছিল ‘পুষ্পা’খ্যাত অভিনেতার ৪৩তম জন্মদিন। বিশেষ দিনে ভক্তদের দেখা দিলেন তারকা। পাশাপাশি জন্মদিনেই আল্লুর নতুন ছবির ঘোষণাও দিয়েছেন নির্মাতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লুর যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গেছে অভিনেতা বাড়ির বাইরে এসে অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন। পরনে ছিল সাদা টি শার্ট, কালো ট্রাউজার ও চোখে সানগ্লাস। অনুরাগীদের উদ্দেশে হাত নেড়েই তিনি বাড়ির ভিতরে চলে যান।

অন্যদিকে, ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে যে আগামী ছবিতে জুটি বাঁধছেন আল্লু, সেই গুঞ্জন অনেক দিন ধরেই। এবার জন্মদিনে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

সামাজিকমাধ্যমে আল্লু-অ্যাটলির পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যায়- আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি প্রখ্যাত ভিএফএক্স স্টুডিওতে তারা একসঙ্গে প্রবেশ করছেন। হলিউডের ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলাপ-আলোচনা করছেন। এ সময় তাদের সঙ্গে আইরনহেড স্টুডিওর আর্ট ডিরেক্টর ও সিইও জোস ফার্নান্দেজকে দেখা গেছে। তিনি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘আইরন ম্যান ২’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর মতো ছবিতে ভিএফএক্স সুপারভাইজার হিসেবে কাজ করেছেন।

এদিকে, সোমবার (৭ এপ্রিল) রাতেই পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন আল্লু। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে অভিনেতার স্ত্রী স্নেহা রেড্ডি সেই মুহূর্তের ঝলক শেয়ার করছেন। স্বামীর সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার জীবনের ভালোবাসাকে তার ৪৩তম জন্মদিনের শুভেচ্ছা। আগামী বছরটা খুব ভালো কাটুক। সুস্থ থাক, আনন্দে থাক।’

সামাজিক মাধ্যমে আল্লুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারকাদের অনেকে। তাঁদের মধ্যে জুনিয়র এনটিআর, রাশমিকা মান্দানা, মহেশ বাবু, রকুল প্রীত সিং অন্যতম।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন : গ্রেফতার আরও ২ Apr 19, 2025
img
ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা Apr 19, 2025
img
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী Apr 19, 2025
img
টানা বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা Apr 19, 2025
img
গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর হামলা Apr 19, 2025
img
মাগুরায় ছাত্রদল নেতা রাব্বী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার Apr 19, 2025
img
ভূমি ও ইশানকে নিয়ে আসছে নেটফ্লিক্সের শাহী প্রেমের ধামাকা Apr 19, 2025
img
ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান Apr 19, 2025
img
দিল্লিতে ভবন ধসে প্রান গেল ৪ জনের, আটকা পড়েছেন অনেকে Apr 19, 2025
img
এবার যুক্তরাষ্ট্রের ১৫ শহরে ‘দাগি’ Apr 19, 2025