লিটনের জায়গায় সুযোগ পেয়ে তারই উদাহরণ টানলেন অঙ্কন

চলতি মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের জন্য গতকাল (মঙ্গলবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নেই লিটন দাসের নাম, তাকে পিএসএলের জন্য এনওসি দেওয়া হয়েছে।

তার জায়গায় উইকেটকিপার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। সুযোগ পেলেই তিনি ভালো করতে চান লিটনের মতো।

এ ছাড়া ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। ইনজুরি কাটিয়ে ফেরা পেসার এবাদত হোসেনও নেই বাংলাদেশের স্কোয়াডে। তাকে আরও ফিট দেখতে চাওয়ার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ফলে প্রথমবার টেস্ট দলে খেলার সুযোগ এসেছে তানজিম হাসান সাকিবের সামনে।

এদিকে, ডিপিএলে আজ অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৬৪ রান করার পর অঙ্কন মুখোমুখি হন গণমাধ্যমের। আসন্ন টেস্টে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের দেশের খেলা। আমরা যে–ই সুযোগ পাব চেষ্টা থাকবে যেন দল হিসেবে ভালো খেলতে পারি। আমরা যেন ঘরের মাঠের সুবিধা নিতে পারি। ওই সুযোগটা যদি পাই লিটন ভাই অনেক বছর ধরে যেমন ভালো খেলছে, আশা করছি আমিও ভালো করব।’

ডিপিএলে সাদা বলের ক্রিকেট খেললেও টেস্টে মানিয়ে নেওয়ার কথা বলছেন অঙ্কন, ‘আন্তর্জাতিক খেলা এখানে ছোট-বড় করে দেখার সুযোগ নেই। সামনে সিরিজ আসছে, এটা নিয়েই আপাতত চিন্তা করছি। টেস্ট ক্রিকেট একই রকম, যেভাবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে থাকি। চেষ্টা থাকবে একই প্ল্যান নিয়ে খেলার। এটা যদিও ভিন্ন ফরম্যাট। তবে আগে থেকেই যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে আমাদের জন্য দ্রুত মানিয়ে নেওয়া সহজ হবে। আশা করছি ভালো প্রস্তুতি নিতে পারব।’

প্রসঙ্গত, ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। এরপর ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুই দল।

এফপি/টিএ

Share this news on: