ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে ৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে চমকপ্রদ প্রত্যাবর্তন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা দলটি হঠাৎ ছয় মিনিটের ব্যবধানে লিওঁর কাছ থেকে দুটি গোল হজম করে বিপদে পড়ে। এরপর অতিরিক্ত সময়ের দুই গোলের পর, একসময় খেলার যাত্রা শেষের দিকে চলে গেলেও, শেষ সাত মিনিটে রূপকথার মতো প্রত্যাবর্তন ঘটিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যায় তারা।
ম্যাচের যোগ করা অতিরিক্ত ৩০ মিনিটে ব্যবধান গড়ে দেন হ্যারি ম্যাগুইয়ার, যার ফলে ওল্ড ট্র্যাফোর্ডে বিজয়ের উল্লাসে ফেটে পড়ে দর্শকরা। সিলভার লাইনিং হিসেবে, এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ইউরোপা লিগের সেমি-ফাইনালে জায়গা নিশ্চিত হয়, যা তাদের দীর্ঘদিনের সংগ্রামের পর সাফল্য এনে দেয়।
এরই মধ্যে এই ম্যাচটি প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটির ইতিহাসে একটি মহাকাব্যিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যা আগামী বছরগুলোতে নানা নাটকীয়তায় পূর্ণ হবে।
এসএস