পাল্টিপাল্টি শুল্কারোপের জেরে ফের চরমে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিগত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে জ্বালানি তেলের দাম।
বুধবার (৯ এপ্রিল) ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ০২ ডলার বা ৬ দশমিক ৬০ শতাংশ কমে ৫৮ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪ দশমিক ০৩ ডলার বা ৬ দশমিক ৭৬ শতাংশ কমে ৫৫ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, উভয় বেঞ্চমার্কের দামই কমে ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন হয়েছে। যা ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন। খবর রয়টার্সের।
এদিকে চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন। এর প্রভাব পড়তে শুরু করেছে শেয়ারবাজারের ওপর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বুধবার সকালে এশিয়ার শেয়ারবাজারে ফের পতন হয়েছে। মূলত ট্রাম্প চীনের প্রতিশোধমূলক শুল্কের জবাবে চীনের পণ্যে অতিরিক্ত, অর্থাৎ মোট ১০৪ শতাংশ শুল্ক আরোপ করেছেন—এই ঘটনার জেরে আজ সকালেই এশিয়ার শেয়ারবাজারে পতন হয়েছে। প্রভাব পড়েছে অন্যান্য বাজারেও।
তবে চীন বুধবার বাণিজ্য বিষয়ক শ্বেতপত্র প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, চীন সব সময়ই চেষ্টা করেছে, মার্কিন-চীন বাণিজ্য যেন সব সময় উভয়ের জন্য লাভজনক হয়। শ্বেতপত্রে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পাল্টা শুল্কের বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা, নিরাপত্তা ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা বিনষ্ট হবে।
এফপি