মার্টিনেজের লড়াই ব্যর্থ, সেমির পথে বড় ধাক্কা অ্যাস্টন ভিলার

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দারুণ কিছু সেভ করেও দলকে হার থেকে রক্ষা করতে পারলেন না অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। পার্ক দে প্রিন্সেসে প্যারিস সেইন্ট-জার্মেইনের কাছে ৩-১ গোলে হার মানল ভিলেনসরা।

প্রথম থেকেই অ্যাস্টন ভিলার জন্য ম্যাচটা কঠিন ছিল। একদিকে গ্যালারি ভর্তি পিএসজি সমর্থকদের টানা দুয়োধ্বনি ও গালি শুনতে হয় দিবু মার্টিনেজকে, অন্যদিকে লুইস এনরিকের দল শুরুতেই আক্রমণের ঝড় তোলে। একের পর এক শট ঠেকাতে হয় আর্জেন্টাইন তারকাকে।

তবে এই চাপের মধ্যেই প্রথমার্ধের ৩৫তম মিনিটে জন ম্যাকগিনের দারুণ রিকভারি থেকে কাউন্টার অ্যাটাক করে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা।

গোলটি করেন মর্গান রজার্স। কিন্তু সেই আনন্দ টিকলো মাত্র ৪ মিনিট। দিবু মার্টিনেজের গোললাইনের এক দুর্দান্ত সেভের পর কর্নার পায় পিএসজি, আর সেখান থেকেই দুর্দান্ত এক গোল করেন দেজিরে দুয়ে। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধ শুরু হয় পিএসজির আগ্রাসী ফুটবলে। ৪৯তম মিনিটেই জর্জিয়ান ফরোয়ার্ড খভিচা খভারাতস্কেলিয়ার একক নৈপুণ্যে এগিয়ে যায় স্বাগতিকরা। তিনি দুর্দান্ত ড্রিবলিংয়ের পর মাটিতে পাঠান দিবু মার্টিনেজকে, স্কোরলাইন দাঁড়ায় ২-১।

এরপর হাকিমি একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ইনজুরি টাইমে এসে পিএসজির হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন নুনো মেন্ডেস, যখন খেলা প্রায় শেষের পথে।

৩-১ গোলের এই পরাজয়ের পর অ্যাস্টন ভিলার জন্য সেমিফাইনালে ওঠার পথটা বেশ কঠিন হয়ে গেল। যদিও দ্বিতীয় লেগ তাদের ঘরের মাঠ ভিলা পার্কে, তবে পিএসজির শক্তিমত্তার বিপক্ষে অন্তত দুটি গোলের ব্যবধানে জয় পেতেই হবে তাদের। ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ১৫ এপ্রিল।

এফপি 

Share this news on: