‘পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথচ বলেছেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না। তিনি বলেছেন, পানামা খাল চীন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না, কারণ চীন সামরিক সুবিধা এবং “অন্যায়” অর্থনৈতিক লাভের জন্য এই অঞ্চলে বিনিয়োগ এবং কার্যক্রম পরিচালনা করছে।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

পানামা সিটিতে মধ্য আমেরিকান নিরাপত্তা সম্মেলনে হেগসেথ বলেন, “প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে— পানামা খাল এবং খাল এলাকা চীন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না এবং হবেও না।”

তিনি বলেন, আমেরিকা চীনের সাথে যুদ্ধ চায় না। তিনি আরও বলেন, “চীনের সাথে যুদ্ধ অবশ্যই অনিবার্য নয়। আমরা কোনওভাবেই এটি চাই না। কিন্তু একইসাথে, এই গোলার্ধে চীনের হুমকিকে দৃঢ়ভাবে এবং জোরালোভাবে প্রতিহত করে আমাদের যুদ্ধ প্রতিরোধ করতে হবে।”

তিনি বলেন, পানামা খালটি সুরক্ষিত করার জন্য আমেরিকা পানামার অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এর আগে হেগসেথ গত মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্র “চীনের প্রভাব থেকে পানামা খাল ফিরিয়ে নেবে”। সেদিন তিনি সাংবাদিকদের বলেন, “চীন এই খালটি তৈরি করেনি। চীন এই খালটি পরিচালনা করে না এবং চীন এই খালটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না।”

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি লঙ্ঘন করেছে পানামা। একইসঙ্গে সেসময় তিনি ঘোষণা করেন, ওয়াশিংটন গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক জলপথের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেবে।

ট্রাম্পের মন্তব্যের কিছুক্ষণ পরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা সফরে যান প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনোর সাথে দেখা করতে। আর এরপরই পানামা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে যায়।
দেশটির এই পদক্ষেপের সমালোচনা করেছিল বেইজিং।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হজের জন্য জমানো টাকা অন্য কাজে খরচ করলে গুনাহ হবে? Apr 19, 2025
img
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন : গ্রেফতার আরও ২ Apr 19, 2025
img
ইরানে ইসরায়েলের হামলার গোপন পরিকল্পনা ফাঁস Apr 19, 2025
img
ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা Apr 19, 2025
img
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী Apr 19, 2025
img
টানা বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা Apr 19, 2025
img
গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর হামলা Apr 19, 2025
img
মাগুরায় ছাত্রদল নেতা রাব্বী হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার Apr 19, 2025
img
ভূমি ও ইশানকে নিয়ে আসছে নেটফ্লিক্সের শাহী প্রেমের ধামাকা Apr 19, 2025
img
ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান Apr 19, 2025