পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আহত নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বনবিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এই বিলুপ্ত প্রজাতির প্রাণীটি উদ্ধার করেন।
এদিন দুপুরে ভারত থেকে পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। তবে, ভারতীয় সীমান্ত থেকে পলাতক হয়ে আসার পথে নীলগাইটি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। স্থানীয়রা প্রথমে হরিণ মনে করে নীলগাইটিকে তাড়া করলে, সে পাঙ্গা নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা নীলগাইটিকে ধরে নিরাপদে আটক করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজিবি সদস্যরা এবং নীলগাইটিকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যান। এরপর স্থানীয় জনপ্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনকে খবর দেন, যার নির্দেশে পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে নীলগাইটি উদ্ধার করেন।
পঞ্চগড় বন বিভাগের রেঞ্জার হরিপদ বাবু জানান, নীলগাইটির প্রাথমিক চিকিৎসা পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে দেওয়া হয়েছে এবং সুস্থ হলে সেটি গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে। বাংলাদেশে এই প্রজাতির নীলগাই বিলুপ্তির পথে এবং এটি ভারত থেকে সীমান্ত গলিয়ে এখানে প্রবেশ করেছে।