জ্যোতির সেঞ্চুরি, টাইগ্রেসদের রেকর্ড সংগ্রহ

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অভিষেক ওয়ানডে সেঞ্চুরিতে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় পুঁজি গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে টাইগ্রেসদের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশের ইশমা তানজিমের উইকেট শিকার করেন থাইল্যান্ডের অন্নিচা কামচমফু।

তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন আরেক ওপেনার ফারজানা হক ও শারমিন আক্তার। ব্যক্তিগত ইনিংসে ৮২ বলে ৫৩ রান করে ফারজানা বিদায় নিলে ভাঙে দুজনের ১০৪ রানের জুটি। পরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে জুটি গড়েন শারমিন।

তৃতীয় উইকেটে তারা দুজনে ১৫২ রানের জুটি গড়েন। ২৭১ রানে ইনিংসের শেষ বলে তৃতীয় উইকেটের পতন ঘটে জ্যোতি মাত্র ৮০ বলে ১০১ রান করে বিদায় নিলে। বিধ্বংসী যে ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছক্কা।

এছাড়া ১২৬ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন শারমিন, তিনি হাঁকান ১১টি চার।

এর আগে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৫২ রান। গত নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সংগ্রহ তোলেন তারা। এছাড়া এ নিয়ে তৃতীয়বার ওয়ানডেতে আড়াইশ রানের কীর্তি গড়ল বাংলাদেশ নারী দল।
টিএ/

Share this news on:

সর্বশেষ