বক্স অফিসে সফলতা অর্জন করতে পারেনি সালমান খানের ‘সিকেন্দার’। মুক্তির প্রথম দুদিনের মধ্যে একাধিক শো বাতিল হতে দেখা গেছে এবং দর্শকদের আগ্রহেও অনেকটা ভাটা পড়েছে। তবে, ছবিটি ইউলিয়া ভান্তুরের জন্য আবেগপূর্ণ অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। রোমানিয়ান গায়িকা এবং উপস্থাপক জানান, সালমান খান সর্বদা তাকে সাহস প্রদান করেন, বিশেষত যখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করেন। ইউলিয়ার কাছে, ভাইজান শুধু একজন সুপারস্টারই নন, বরং তার জীবনের এক অমূল্য সহায়তা।
ফিল্মফেয়ারকে ইউলিয়া বলেছেন,‘সবার জীবনে এমন একজন থাকা দরকার, যে তোমাকে বিশ্বাস করবে। সে (সালামান) এমন একজন ব্যক্তি যে আমার কণ্ঠস্বর এবং আমার প্রতিভার উপর বিশ্বাস করেছে। যখন নিজের প্রতি সন্দিহান হতাম, তখন সে আমাকে উৎসাহিত করেছিল। যখন আমি ঠিক থাকতাম না, তখনও।’
ইউলিয়া আরও বলেন, ‘আমি কোথাও ছিলাম না, এখন হিন্দি গান গাচ্ছি। একই সঙ্গে আমি সেসব লোক পেয়েছি যারা আমাকে বিশ্বাস করে। আমি যা করতে পারি তারচেয়েও বেশি বিশ্বাস আমার প্রতি তারা রাখে। এটি সত্যিই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি সত্যিই খুশি। নিজেকে ভাগ্যবান মনে করছি।’
অনেক আগেই গুঞ্জন উঠেছে, সালমানের সঙ্গে কি প্রেম করছেন ইউলিয়া? যদিও কেউ এখনও মুখ খোলেনি। তবে প্রায়ই একসঙ্গে দুজনকে দেখা যায়। গতবছর বলিউড সুপারস্টারকে ইউলিয়ার বাবার জন্মদিন্ উদযাপনে দুবাইতে দেখা গিয়েছিল। সম্প্রতিও তারা ক্যামেরা বন্দি হয়েছেন কয়েকবার।
আরএ/এসএন