সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে সময়মতো নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এক-এগারোর পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি।
শনিবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত ‘অনির্বাচিত সরকার গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নের বড় বাধা; জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ’ ঘোষণা দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দীর্ঘসময় ধরে যে বিষয় নিয়ে গণতান্ত্রিক শক্তিগুলো দাবি জানিয়েছে সেই নির্বাচন নিয়ে এখন তালবাহানা কেন- এমন প্রশ্ন করে জয়নুল আবদিন ফারুক বলেন, জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করে টিকে থাকা বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চক্রান্ত সফল হবে না।
বিএনপিকে মুক্তিযুদ্ধের দল দাবি করে এ সময় তিনি বলেন, পুনরায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া হবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ হতাশ হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
আরআর/এসএন