উর্বশী মন্তব্য করলেই বিতর্ক! কখনও সাইফ আলির ওপর হামলা, কখনও ‘ডাকু মহারাজ’ ছবির হম্বি তম্বি... উর্বশী রৌতেলা যেন বিতর্কের মুকুটহারা রানী! এবার নিজেকে শাহরুখ খানের পরের ‘সেরা প্রচারক’ বলে দাবি করে ফের ট্রোলের শিকার হলেন এই ‘দাবিড়ি দিবিড়ি’ খ্যাত অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনায় গর্বে ভেসে উর্বশী বলেন, “মানুষ বলছে, শাহরুখ খানের পরেই উর্বশী রৌতেলাই সেরা প্রচারক।”
সঞ্চালক যখন জানতে চান, “এই কথাগুলো শুনে আপনি কী ভাবেন?”, তখন উর্বশী পুরোদস্তুর আত্মবিশ্বাসে গলা ছেড়ে বলেই ফেলেন কথাটা। ব্যস, আর যায় কোথায়!
নেটিজেনদের চোখে সেটা হয়ে দাঁড়ায় ‘আত্মবিশ্বাস নাকি অদ্ভুত আত্মভ্রম?’
একজন লিখেছেন, “খুবই অদ্ভুত ওর কথা। তবে মেয়েটার কনফিডেন্সে কোন ঘাটতি নেই!”
আরেকজন ঠাট্টা করে লেখেন, “ভাগ্য ভালো, উর্বশী নিজেকে শাহরুখের আগেই রাখেননি! একবার যদি বলে দিতেন, ‘আমি-ই কিং খান!’ তাহলে হয়তো ইন্টারনেট ভেঙে যেত!”
তবে এখানেই শেষ নয়, উর্বশীর নিজস্ব মহিমায় ঝলমলে আরেকটি রত্ন—
“ব্যবসার নিরিখে ২০২৫-এর অন্যতম ছবি হল ‘ডাকু মহারাজ’। এই ছবির জন্যই আইএমডিবিতে আমি এক নম্বর তারকা।”
এই কথা শুনে কেউ হাসছেন, কেউ অবাক হচ্ছেন, কেউ আবার বলছেন—“আত্মপ্রেমের দৃষ্টান্ত যদি কেউ হতে পারেন, তা উর্বশী রৌতেলাই!”
তবে ট্রোল-মিম-মন্তব্য নিয়ে নায়িকার ভাবনার একটাই কথা—
“আমি এগুলো বেশি দেখি না। দেখলে আমার মনের উপর প্রভাব পড়ে।”
এই লাইনেই যেন নিজের মানসিক শক্তির পরিচয় দিলেন তিনি।
তো, বিতর্কেই যদি জনপ্রিয়তা মেলে, তাহলে তো উর্বশী ঠিক পথেই আছেন!
‘দাবিড়ি দিবিড়ি’ করে যদি লাইমলাইটে থাকা যায়, কে আর বাদ দেবে?
এসএন