বলিউডের জনপ্রিয় অভিনেতা ওম পুরীকে নিয়ে সম্প্রতি একটি সত্য সামনে এনেছেন তার প্রথম স্ত্রী সীমা কাপুর। কেন তাদের সংসারে সমস্যা তৈরি হয়েছিল, সেটাই খোলসা করেছেন তিনি।
সীমার কথায়, যখন প্রেগন্যান্ট ছিলেন, সেই সময়ে ওম পুরীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
অভিনেতার স্ত্রীর দাবি, বিশ্বাসঘাতকতার পরেও তিনি সংসার ভাঙতে চাননি। তার মনে হয়েছিল, সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে। কিন্তু বিষয়টা আর সেদিকে এগোয়নি।
কিছুদিন এমন সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার পর প্রেগন্যান্সির তিন মাসের মাথায়, সম্পর্ক ভেঙে ছিলেন তিনি।
সীমা জানান, হলিউডের সিনেমা ‘সিটি অফ জয়’-এর সূত্রে এক সাংবাদিক নন্দিতার সঙ্গে যোগাযোগ তৈরি হয় ওম পুরীর। তাদের বন্ধুরা মনে করেছিলেন ওম পুরীর এই সম্পর্কের বিষয়টা সাময়িক। তবে তেমনটা ঘটেনি।
সীমা সত্যিটা পরে জানতে পারেন, যখন ওম পুরী তাকে দিল্লিতে ডেকে বিষয়টা বলেন। তিনি মুম্বাই ফিরে কিছু প্রেমপত্র পান, যেখানে সত্যিটা প্রমাণিত হয়েছিল। তারপরও সীমা সংসার বাঁচাতে চেয়েছিলেন তার সন্তানের কথা ভেবে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি।
সীমার এই সাক্ষাত্কার সামনে আসার পর নেটিজেনদের একাংশ নানা রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘বলিউডের কত বিয়ের সম্পর্কের মধ্যে যে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছেন, তা কোনো না কোনোভাবে প্রকাশ্যে এসেছে। কেউ সংসার ভেঙে বেরিয়েছেন। কেউ পরকীয়ার কথা জানার পরেও সম্পর্কে থেকেছেন। তবে এসব সম্পর্ক আসলে যে ঠুনকো, সেটা বোঝাই যায়।’
এসএন