ওবামার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন মিশেল ওবামা

জনসম্মুখে ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে নিজের উপস্থিতি কমিয়ে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, তিনি নিজের কল্যাণের দিকে মনোযোগ দিচ্ছেন এবং জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। একই সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের গুঞ্জনের বিষয়েও কথা বলেছেন মিশেল ওবামা।

মার্কিন অভিনেত্রী সোফিয়া বুশের পডকাস্ট ওয়ার্ক ইন প্রোগ্রেসে অংশ নিয়ে এসব বিষয়ে বিস্তারিত কথা বলেছেন সাবেক এই মার্কিন ফার্স্ট লেডি। পডকাস্টে কথা বলার সময় তিনি বারাক ওবামার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি আট বছর আগে হোয়াইট হাউস ছাড়ার পর থেকে তার জীবনের এই পরিবর্তন সম্পর্কেও মুখ খুলেছেন তিনি।

বারাক ওবামা ও মিশেল ওবামা দম্পতির দুই মেয়ে এখন প্রাপ্ত বয়স্ক। সাবেক এই ফার্স্ট লেডি বলেছেন, বর্তমানে তিনি নিজের অগ্রাধিকার পুনর্মূল্যায়ন করার স্বাধীনতা পেয়েছেন এবং নিজের ভালো থাকার ওপর মনোযোগ দিতে পারছেন।

চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ার মতো অনুষ্ঠানে মিশেল ওবামার অনুপস্থিতি ঘিরে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছিল যে, ওবামার সঙ্গে তার সবকিছু ভালো যাচ্ছে না।

সে সময় সবচেয়ে যে গুঞ্জনটি বেশি শোনা যায়, সেটি হলো মিশেল ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মাঝে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। ওয়ার্ক ইন প্রোগ্রেস পডকাস্টে মিশল ওবামা বলেন, ‘‘বছর কয়েক আগেই আমার এমন অনেক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু আমি নিজেকে সেই স্বাধীনতা দিতে পারিনি। আমি আমার সন্তানদের নিজেদের মতো জীবনযাপন করতে দিয়েছি। তারপরও হয়তো আমি কেন কিছু করতে পারছি না, সেটার অজুহাত হিসেবে তাদের জীবনের কথা বলেছি।’’

বড় বড় অনুষ্ঠান থেকে দূরে থাকার বিষয়ে মিশেল ওবামা নিজের যত্ন নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, আমার নিজস্ব ক্যালেন্ডারের দিকে তাকাতে হয়। যেটা এ বছরই আমি তৈরি করেছি। আমার জন্য সত্যিই এটা বড় একটা উদাহরণ ছিল। হয়তো আমি এমন কিছু নিয়ে ভেবেছি, যেটা আমার করা উচিত। আমি নাম বলছি না এবং আমার জন্য যেটা সবচেয়ে ভালো, আমি সেটা করব। আমার জন্য যেটা সবচেয়ে ভালো নয়, আমি সেটা করবো না। অন্য মানুষ আমার কাছে কী চান, সেটাও করবো না।

অনেক নারী নিজেকে অগ্রাধিকারের তালিকায় রাখার ক্ষেত্রে অস্বস্তিতে ভোগেন বলেও স্বীকার করেছেন মিশেল ওবামা। তিনি বলেন, আমি মনে করি একজন নারী হিসেবে আমরা হতাশাগ্রস্ত মানুষের মতো লড়াই করছি I
সাবেক এই ফার্স্ট লেডি বলেন, আমি বলতে চাইছি যে, এই বছর অনেক মানুষ ধরে নিয়েছিল যে, আমার স্বামী এবং আমি বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছি। কিন্তু তারা বুঝতে পারে নাই যে, আমি নিজের জীবনের জন্য একটা পছন্দ বেছে নিয়েছি।

জনসম্মুখে ভূমিকা রাখা থেকে দূরে সরে যাওয়ার বিষয়ে মিশেল ওবামা বলেন, তার হৃদয়ের সঙ্গে ঘনিষ্ঠ বিষয়গুলোতে সক্রিয় ছিলেন তিনি। তিনি এখনও বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন প্রকল্পে নিযুক্ত রয়েছেন এবং মেয়েদের শিক্ষার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।

বারাক ওবামার সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছেন মিশেল ওবামা। মার্কিন দম্পতি ৩২ বছর ধরে বিবাহিত জীবন পার করছেন। তাদের সংসারে রয়েছে দুই কন্যা সন্তান। যারা এখন প্রাপ্ত বয়স্ক।

সূত্র: এনডিটিভি।

Share this news on:

সর্বশেষ

img
অবৈতনিক মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল Apr 19, 2025
img
'চুরি-কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত' Apr 19, 2025
img
গুলশানে ব্যাটারি রিকশা বন্ধ, রাস্তায় নেমে প্রতিবাদ চালকদের Apr 19, 2025
img
আশা করি ড. ইউনূস সফল হবেন : মির্জা ফখরুল Apr 19, 2025
img
আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা Apr 19, 2025
img
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প Apr 19, 2025
img
ঢাকা পলিটেকনিকে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি, লাল কাপড়ে ঢাকলো মূল ফটক Apr 19, 2025
img
“গুপ্তচরের গুণ থাকলে একজনের উপর নজর রাখতাম” — ইঙ্গিত কি নাগ চৈতন্যের দিকে? Apr 19, 2025
img
আবার খুলছে হগওয়ার্টসের দরজা! নতুন ‘হ্যারি পটার’ সিরিজে কারা থাকছেন? Apr 19, 2025
img
‘এক-এগারোর পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি’ Apr 19, 2025