‘দেশি গার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া জোনাস, যিনি বলিউড থেকে হলিউডে একটি শক্তিশালী জায়গা তৈরি করেছেন, এখন ফের বলিউডে প্রত্যাবর্তনের পথে। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল, প্রিয়াংকা রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, যেখানে তার বিপরীতে থাকবেন মহেশ বাবু। এই ছবিটির কাজের নাম এখনও ‘এসএসআরএমবি’। তাছাড়া, আরও একটি সম্ভাবনা রয়েছে, যেখানে প্রিয়াংকা ‘এএ২২’/‘এ৬’ ছবিতে অভিনয় করবেন, যা অ্যাটলি ও আল্লু অর্জুনের প্রজেক্ট।
বিষয়টি নিয়ে কিছু গুঞ্জন ছিল যে, অ্যাটলি প্রিয়াংকাকে কোনও প্রজেক্টে অফার করেননি, তবে পরবর্তীতে শোনা যায়, তিনি আসলে অ্যাটলির অন্য এক প্রজেক্টে বিবেচিত ছিলেন, যেখানে সালমান খান মুখ্য চরিত্রে ছিলেন। কিন্তু সেটি আর বাস্তবায়িত হয়নি, এবং পরে প্রিয়াংকা রাজামৌলির মেগা প্রজেক্টে যুক্ত হন, যেখানে তার ফের বলিউডে ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে।
সূত্র বলছে, প্রিয়াংকা অ্যাটলির ছবির চিত্রনাট্য ও পরিকল্পনাকে খুব একটা আকর্ষণীয় মনে করেননি, তবে রাজামৌলির ছবির দৃঢ়তা ও বিশাল পরিসর তার মন জয় করেছে, বিশেষ করে মহেশ বাবুর সঙ্গে অনস্ক্রিন কম্বিনেশনও তাকে বেশি আকৃষ্ট করেছে।
এদিকে, প্রিয়াংকার ভক্তরা এখন একটাই প্রশ্ন করছেন—“কবে আনুষ্ঠানিকভাবে বলিউডে তার ফেরার ঘোষণা আসবে, এবং কবে তিনি হিন্দি সিনেমার পর্দায় ফিরে আসবেন?”
এসএস