জনপ্রতিনিধি বাছাই সঠিক না হলে গণতন্ত্র ধ্বংস হবে : হামিদুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া স্বৈরাচারী মনোভাব ও ফ্যাসিবাদের কবর রচনা করা সম্ভব নয়। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই পারে দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করতে। বিগত সরকারের ‘আমি তুমি আর ডামি’ নির্বাচন যাতে এ দেশে আর না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর মুসলিম মিশন কনফারেন্স হলরুমে দিনব্যাপী জামায়াতে ইসলামীর মানব সম্পদ বিভাগ ফরিদপুর অঞ্চলের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘আগামী নির্বাচনে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে। এই নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে একটি কার্যকরী ভূমিকা রাখার জন্য প্রার্থীসহ সবাইকে যথাযথ ভূমিকা রাখতে হবে।’

প্রতিনিধি বাছাই যদি সঠিক না হয় তাহলে গণতন্ত্র ধ্বংস হবে এবং ফ্যাসিবাদ কায়েম হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত ১৫ বছরের তিনটি নির্বাচন সুষ্ঠু না হওয়ায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। বিগত নির্বাচনে আমরা কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করেছি।

২০১৪ সনের নির্বাচনে ১৫৩ জন প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। এভাবেই এ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের নির্বাচন ছিল রাতে ভোটের নির্বাচন। যা পৃথিবীর ইতিহাসে অভিনব।
সর্বশেষ ২০২৪ এ নির্বাচন ছিল আমি তুমি আর ডেমির ভাগাভাগির নির্বাচন।’
 
তিনি আরো বলেন, ‘আমরা আন্দোলন করেছি। জনগণ উৎকণ্ঠিত ছিল ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা নিয়ে। এরপর ছাত্রদের কোঠা সংস্কার আন্দোলনের পরিণতিতে সরকার পতনের আন্দোলন শুরু হয়। দেশের সব শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে।

বর্তমানে এদেশের জনগণের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ফ্যাসিবাদের বিচারসহ সুষ্ঠু নির্বাচনের জন আকাঙ্ক্ষার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহমত পোষণ করে। ৫৪ বছরের জঞ্জাল মুক্ত করে আগামীতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

কর্মশালায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বদর উদ্দিনের সঞ্চালনায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জের (ফরিদপুর অঞ্চল) কয়েক শ জামায়াতে ইসলামীর নেতাকর্মী অংশ নেন।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
গুলশানে ব্যাটারি রিকশা বন্ধ, রাস্তায় নেমে প্রতিবাদ চালকদের Apr 19, 2025
img
আশা করি ড. ইউনূস সফল হবেন : মির্জা ফখরুল Apr 19, 2025
img
আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা Apr 19, 2025
img
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প Apr 19, 2025
img
ঢাকা পলিটেকনিকে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি, লাল কাপড়ে ঢাকলো মূল ফটক Apr 19, 2025
img
“গুপ্তচরের গুণ থাকলে একজনের উপর নজর রাখতাম” — ইঙ্গিত কি নাগ চৈতন্যের দিকে? Apr 19, 2025
img
আবার খুলছে হগওয়ার্টসের দরজা! নতুন ‘হ্যারি পটার’ সিরিজে কারা থাকছেন? Apr 19, 2025
img
‘এক-এগারোর পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি’ Apr 19, 2025
img
ঋতুস্রাব নিয়ে পুরুষদের প্রতি কড়া বার্তা জাহ্নবীর: “তারা পারত না টিকতে!” Apr 19, 2025
img
বনলতা সেনের চরিত্রে নাবিলা Apr 19, 2025