ভারতীয় চলচ্চিত্রের আলোচিত জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেম একসময় ছিল সংবাদমাধ্যমের কেন্দ্রবিন্দু। রেস্তোরাঁ থেকে শুরু করে সিনেমার পার্টি—সব জায়গায় একসঙ্গে দেখা যেত এই যুগলকে। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোচুরি করেননি তারা। এমনকি চলতি বছরেই তাদের বিয়ের গুঞ্জন ছিল তুঙ্গে।
তবে এখন খবর, এই জুটির প্রেম ভেঙে গেছে। ঘনিষ্ঠ সূত্র বলছে, তামান্না বিয়ে করতে চাইলেও বিজয় আপাতত তেমন কোনও সিদ্ধান্তে যেতে প্রস্তুত নন। তবে বিচ্ছেদের পরেও নাকি তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।
তবে প্রেম ভাঙার পর কিছুটা ভেঙে পড়েছিলেন তামান্না। যদিও বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘ওডেলা ২’-এর প্রচারে। এই ছবিতে এক তান্ত্রিক নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি এক প্রচার অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তামান্না।
একজন সাংবাদিক ইঙ্গিতে বিজয় ভার্মার প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন করেন, এমন কেউ আছেন কি যার উপর তন্ত্র-মন্ত্র প্রয়োগ করে ‘বিজয়’ লাভ করতে চান? প্রশ্নের ইঙ্গিত বুঝতে দেরি হয়নি তামান্নার। তিনি রসিকতার সুরে জবাব দেন, “আমার তো বরং আপনার ওপর তন্ত্র চালাতে হবে, তাহলে সব স্কুপ আমার হাতেই থাকবে। কী বলেন, আপনার ওপর কালো জাদু করব নাকি?”
প্রসঙ্গত, ২০২৩ সালে ‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমে পড়েন তামান্না ও বিজয়। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও তামান্না বেশ জনপ্রিয়। অন্যদিকে, বিজয় ভার্মা ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘ডার্লিংস’, ও ‘মান্টো’-র মতো ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা করে নিয়েছেন।
এসএস