এবার হলিউডকে ধাক্কা দিল চীন

চীনে মুক্তি পাওয়া নতুন হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ছিংমিং উৎসবের ছুটিতে সিনেমাটি চীনা বক্স অফিসে রেকর্ড আয় করে ফেলেছে, এখন পর্যন্ত ১৪ মিলিয়ন ডলারেরও বেশি আয় হয়েছে।

তবে এই সুখবরের পাশাপাশি হলিউডের জন্য আছে এক বড় দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির জেরে চীন আমেরিকান সিনেমার আমদানি কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।

চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন (সিএফএ) জানিয়েছে, মার্কিন সরকারের ‘ভুল’ সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে তারা আমেরিকান মুভির সংখ্যা কমিয়ে আনবে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, দর্শকদের আগ্রহ ও বাজারের নিয়ম মেনেই তারা সিনেমা বাছাই করবে, তবে আমদানি কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে।

চীনের এই অবস্থান বড় ধাক্কা হতে পারে হলিউডের জন্য। কারণ, চীন হলিউডের দ্বিতীয় বৃহত্তম বাজার। ২০২২ সালে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ শুধু চীনেই ২৪৬ মিলিয়ন ডলার আয় করেছিল।

তবে একদিকে আমদানি কমানোর ঘোষণা এলেও অন্যদিকে কিছু সিনেমার ছাড়পত্রও মিলছে। চলতি সপ্তাহেই ডিজনি ও মার্ভেলের ‘থান্ডারবল্টস’ সিনেমাটি চীনে মুক্তির অনুমতি পেয়েছে, যা ৩০ মে মুক্তি পাবে। পাশাপাশি ব্র্যাড পিটের ‘ফর্মুলা ওয়ান’ সিনেমাটিও জুনে মুক্তির অপেক্ষায়।

বিশেষজ্ঞদের ধারণা, যদি চীনের নতুন সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে হলিউডের রাজস্ব ও আন্তর্জাতিক কৌশলে বড় পরিবর্তন আনতে হতে পারে।



এসএস

Share this news on: