যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাথরুমে পানির চাপ কম রাখার পূর্ববর্তী বিধিনিষেধ বাতিল করে নতুন নির্বাহী আদেশে পানির চাপ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (৯ এপ্রিল) এ আদেশে সই করেন তিনি, যা আগের নির্দেশনাগুলোর সাথে বৈপরীত্য সৃষ্টি করেছে।
এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পানির চাপ কম রাখার জন্য বিধিনিষেধ আরোপ করেছিলেন, যা পরিবেশ ও পানি সংরক্ষণের লক্ষ্য ছিল। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে এসব বিধিনিষেধ তুলে দিয়ে পানির চাপ বাড়ানোর উদ্যোগ নেন, কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেন সেই নীতি পুনর্বহাল করেন। এবার, ট্রাম্প তাঁর নতুন নির্বাহী আদেশে পানি চাপের নিয়ম পরিবর্তন করেছেন।
১৯৯২ সালের ফেডারেল এনার্জি আইনের আওতায়, পানি চাপ প্রতি মিনিটে ২.৫ গ্যালন (৯.৫ লিটার) এর বেশি হতে পারবে না বলে নির্ধারণ করা হয়েছিল। তবে, ট্রাম্প প্রশাসন ওই বিধি নিষেধ তুলে দিয়ে বাথরুমে শাওয়ার হেডে একাধিক নোজেল যুক্ত করে পানি প্রবাহের পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এর ফলে, একটি শাওয়ার হেডে ৪টি নোজেল থাকলে প্রতি মিনিটে ১০ গ্যালন পানি প্রবাহিত হবে।
এ বিষয়ে ট্রাম্প মন্তব্য করেছেন, "আমি ভালো শাওয়ার নিতে পছন্দ করি। আমার চুলের যত্ন নিতে চাই। চুল ভেজানোর জন্য ১৫ মিনিট অপেক্ষা করতে হয়, এটা হাস্যকর।" তিনি আরও বলেন, "অতিরিক্ত নিয়মকানুন দেশের অর্থনীতি ও ব্যক্তিগত স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করে।"
এভাবে, ট্রাম্পের এই নতুন নির্বাহী আদেশে বাথরুমের পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে, তবে এটি তাঁর প্রশাসনের পক্ষ থেকে পরিবেশগত ও অর্থনৈতিক বাধ্যবাধকতার বিরুদ্ধে এক নতুন পদক্ষেপ।