ব্যবহারকারীদের শেয়ার করা ছবি বা ফাইলের মাধ্যমে দূর থেকে ডিভাইসে প্রবেশ করতে পারে হ্যাকাররা— এমন একটি নিরাপত্তা ত্রুটি চিহ্নিত হওয়ার পর জরুরি ভিত্তিতে আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ।
মেটা এক সতর্কবার্তায় জানিয়েছে, এই ত্রুটির পেছনে একটি ‘স্পুফিং সমস্যা’ রয়েছে, যা সাইবার অপরাধীদের অ্যাটাচমেন্টের মাধ্যমে ক্ষতিকর কোড পাঠানোর সুযোগ করে দেয়।
তবে এই ঝুঁকি কেবল উইন্ডোজ ভার্সনের হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে রয়েছে। ফলে ব্যবহারকারীরা পিসিতে ক্ষতিকর ফাইল খুললেই সেই কোড স্বয়ংক্রিয়ভাবে চালু হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট।
হোয়াটসঅ্যাপের ‘সিকিউরিটি অ্যাডভাইসরি’ তে বলা হয়, ম্যানুয়ালি অ্যাটাচমেন্ট খোলার সময় কেউ যদি অসাবধানতা বশত ফাইলটি চালু করেন, তাহলে সেটির মাধ্যমে ক্ষতিকর কোড সক্রিয় হয়ে যেতে পারে।
এই বাগের কারণে ঠিক কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তা মেটা এখনও জানায়নি। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেছে ইন্ডিপেনডেন্ট।
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, গ্রুপে ছবি শেয়ার করা এখন অনেক সাধারণ বিষয় হলেও, এটিই বড় ধরনের সাইবার ঝুঁকি তৈরি করতে পারে।
সাইবারস্মার্টের পরামর্শক অ্যাডাম পিলটন বলেন, “যদি কোনও হ্যাকার আপনার কোনো গ্রুপে বা পরিচিতজনের মাধ্যমে ক্ষতিকর কোডযুক্ত ছবি শেয়ার করে, তাহলে সেই গ্রুপের কেউ না জেনেই সেই কোড চালু করে ফেলতে পারেন।”
এ ধরনের সাইবার হুমকি প্রতিরোধে মেটা তার ‘বাগ বাউন্টি’ প্রোগ্রামের মাধ্যমে নিয়মিত নতুন বাগ শনাক্ত করছে।
এদিকে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সনিকওয়াল জানিয়েছে, ২০২৪ সালে ম্যালওয়্যার সংক্রান্ত আক্রমণ আগের বছরের তুলনায় অনেক বেশি বেড়েছে, যা এই প্রবণতারই অংশ।
বিশেষজ্ঞদের পরামর্শ— অজানা ফাইল, ছবি বা লিংক খোলার আগে দ্বিগুণ সতর্কতা বজায় রাখুন, বিশেষ করে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে।
এসএস