দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়লো সোনার দাম

দেশের ইতিহাসে সর্বোচ্চে পৌঁছেছে স্বর্ণের দাম। বাজুসের নতুন ঘোষণায় ভরি প্রতি স্বর্ণের সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। বাংলাদেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দাম। 

২২ ক্যারেট মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার টাকারও বেশি। অর্থাৎ, ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা! স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় এই মূল্য বৃদ্ধি। শুধু দেশেই নয় আন্তর্জাতিক বাজারেও ক্রমবর্ধমান এই ধাতুর দাম। 

বাজুস এর নতুন ঘোষণা অনুযায়ী, শুধু ২২ ক্যারেটই নয়— ২১ ক্যারেটে দাম বেড়েছে ২ হাজার ২৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ, প্রতি ভরি সোনার নতুন দাম হবে— ২২ ক্যারেট, ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৩০ হাজার ১১২ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতিতে তৈরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।

এর আগে ৮ই এপ্রিল সোনার দাম কমানো হয়েছিল প্রায় ১,২৪৮ টাকা। কিন্তু এক সপ্তাহ না যেতেই আবারও দেখা গেল উল্টো চিত্র। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের পরিবর্তন, মুদ্রার মান ও স্থানীয় চাহিদার ওঠানামাই এই মূল্য বৃদ্ধির কারণ।
টিএ/

Share this news on: