এক্স অ্যাকাউন্ট ব্যবহারে নতুন নিয়ম মানতে হবে ব্যবহারকারীদের

ভুয়া বা বিভ্রান্তিকর অ্যাকাউন্ট চিহ্নিত ও নিয়ন্ত্রণে আনতে নতুন নিয়ম চালু করেছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্স (সাবেক টুইটার)। নতুন নিয়মের আওতায় যেসব অ্যাকাউন্ট অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত হচ্ছে, সেসব অ্যাকাউন্টে নামের শুরুতেই স্পষ্টভাবে ‘ফেক’ বা ‘প্যারোডি’ শব্দ যুক্ত করতে হবে। শুধু নামই নয়, প্রোফাইল ছবিতেও থাকতে হবে স্বাতন্ত্র্য। মূল বা আসল অ্যাকাউন্টের সঙ্গে ছবির মিল থাকলে তা গ্রহণযোগ্য হবে না।

এক্স জানিয়েছে, নতুন নিয়মের উদ্দেশ্য হলো প্ল্যাটফর্মে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যবহারকারীদের বিভ্রান্তির ঝুঁকি কমানো। প্যারোডি, ফ্যান ও কমেন্টারি অ্যাকাউন্টগুলো যে আসল ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, তা সহজে বুঝতে ব্যবহারকারীদের সহায়তা করবে এই পরিবর্তন।

এক্সে থাকা বিভ্রান্তিকর প্যারোডি অ্যাকাউন্ট নিয়ে ব্যবহারকারীদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে ইলন মাস্ককে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারকারীদের প্রতিনিয়ত বিভ্রান্ত করে চলেছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, নিয়মিতভাবে ভুয়া ইলন মাস্কের অ্যাকাউন্ট থেকে বার্তা পান তাঁরা। এ সমস্যা সমাধানে গত জানুয়ারি মাসে প্যারোডি অ্যাকাউন্ট শনাক্তে বিশেষ ‘লেবেল’ চালু করে এক্স। তবে এর মাধ্যমে প্যারোডি অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় এবার নতুন নিয়ম চালু করেছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটি।

সম্প্রতি ১০ লাখের বেশি অনুসারী রয়েছে এমন একটি প্যারোডি অ্যাকাউন্ট এক পোস্টে এক্স ব্যবহারকারীদের টেসলা গাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পোস্টটিতে প্রায় ৪ লাখ ২৮ হাজার লাইক এবং ২ লাখের বেশি মন্তব্য জমা হয়। এতে স্পষ্ট বোঝা যায়, এসব অ্যাকাউন্ট ঠিক কতটা প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাবর-রিজওয়ানকে নিয়ে সমাধান দিলেন ইউনিস খান Apr 18, 2025
img
মেঘনা গ্রুপের কাছে তিতাস গ্যাসের বকেয়া ৮৬২ কোটি টাকা Apr 18, 2025
img
নৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না : পার্বত্য উপদেষ্টা Apr 18, 2025
img
উড্ডয়নের সময় খরগোশের সঙ্গে ধাক্কা খেয়ে উড়োজাহাজে আগুন Apr 18, 2025
img
ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন Apr 18, 2025
img
ভাই সোহেলের ছবি থেকে সরে দাঁড়িয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন সালমান খান! Apr 18, 2025
img
রাখাইনে এখন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিস্থিতি নেই : খলিলুর রহমান Apr 18, 2025
img
উদ্ধার হলো শখ পূরণে বিক্রি করে দেওয়া সেই শিশু Apr 18, 2025
img
নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন Apr 18, 2025
img
গুজরাটে গ্লেন ফিলিপসের বদলি লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা Apr 18, 2025