প্রিয়াঙ্কার প্রশংসা পেল ‘পুরাতন’, কী বললেন ঋতুপর্ণা?

পরিচালক সুমন ঘোষের ‘পুরাতন’ ছবিতে ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরেছেন শর্মিলা ঠাকুর। ছবিতে তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি, এই ছবির একটি দৃশ্য শেয়ার করে প্রশংসা করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

মা-মেয়ের সম্পর্ক ঘিরে আবেগপ্রবণ এই গল্প ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এবার বলিউড থেকেও মিলল স্বীকৃতি।

বরাবরই চিত্রনাট্য বেছে কাজ করা পছন্দ শর্মিলা ঠাকুরের। যে নায়িকা সত্যজিৎ রায়ের হাত ধরে সিনেসংসারে পা রেখেছিলেন, সেই ‘অপর্ণা’ যে চরিত্র কিংবা গল্প নির্বাচনের ক্ষেত্রে খুঁতখুঁতে হবেন, সেটাই তো স্বাভাবিক। সুমন ঘোষের ‘পুরাতন’ বলে অতীত-বর্তমানকে এক করে দেওয়ার কথা। গল্পে মা-মেয়ের সমীকরণ, সম্পর্কের আবেগ দক্ষ হাতে বুনেছেন পরিচালক। বিশ্বাস, এই ছবি ছুঁয়ে যাবে বিশ্বের যে কোনও প্রান্তের নারীমনকে। গল্পটা কীরকম? মায়ের (শর্মিলা ঠাকুর) জন্মদিনে শহরতলির সুপ্রাচীন বাড়িতে ফিরছে মেয়ে ঋত্বিকা (ঋতুপর্ণা সেনগুপ্ত), সঙ্গে তার স্বামী রাজীব (ইন্দ্রনীল সেনগুপ্ত)। বিশাল বাড়িতে মা আর তার ছায়াসঙ্গী হীরা (বৃষ্টি রায়)। ক্রমে বোঝা যায়, স্মৃতি বিশ্বাসঘাতকতা করছে মায়ের সঙ্গে। ঋত্বিকাকে প্রায়ই ছোট্ট ‘মামণি’ ভাবছে মা।

জীবন্ত অতীত আঁকড়ে এগোচ্ছে তার জীবন। যেখানে স্মৃতিতে ফিরে আসছে স্বামী (শুভ্রজিৎ দত্ত), সহায়িকা অর্চনা আরও কত কী! মধ্যবয়সি ঋত্বিকা বাড়ি আসার পর তার জন্য স্কুলে যাওয়ার টিফিন, জলের বোতল প্রস্তুত করছে মা। মুহূর্তের জন্য আবার অন্য কেউ ভাবছেন নিজের মেয়েকে। সে খুঁজছে ‘মামণি’কে। স্মৃতি-বিস্মৃতির দোলাচলে পড়ে যায় বয়স্কা। কেবল সে নিশ্চিত করতে চায় মেয়ে যেন তাকে ছেড়ে না যায়, বড় না হয়ে যায়। মা-মেয়ের এমন আবেগপ্রবণ গল্প মন ছুঁয়েছে প্রিয়াঙ্কা চোপড়ারও।

আরএ/টিএ

Share this news on: