রাজ কাপুর ও সত্য়জিৎ রায়ের মধ্য়ে এক অদ্ভুত বন্ধুত্ব ছিল। দেখা-সাক্ষাৎ খুব কম হলেও, ফোনে যোগাযোগ রাখতেন ভারতীয় চলচ্চিত্রের এই দুই মহান তারকা। জানা যায়, দুজনেই, দুজনের সিনেমা দেখতেন, আর তা নিয়ে বিস্তর আলোচনা করতেন। রাজ কাপুর যে ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবি হিন্দিতে করতে চেয়েছিলেন সে গল্প মোটামুটি সবাই জানেন। তবে এবার গল্প সত্যজিতের ‘পথের পাঁচালী’ নিয়ে।
১৯৫৫ সালে মুক্তি পায় সত্য়জিৎ রায়ের কালজয়ী ছবি পথের পাঁচালী। গোটা দুনিয়াকে তাক লাগিয়ে ছিল সত্যজিতের এই নির্মাণ। দুর্গা-অপু তো বাঙালি আবেগের দুই চরিত্র। সেই সময় এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, একটি ছবির শুটিং ফ্লোরে গোটা টিমকে নিয়েই পথের পাঁচালী ছবিটা দেখেছিলেন রাজ কাপুর। সত্যজিতের এই ছবি দেখে একেবারে থ হয়ে গিয়েছিলেন তিনি। গোটা টিমকে নাকি তিনি বলেছিলেন, সত্যজিৎ হলেন জিনিয়াস। সিনেমার গুরু।
সেই প্রতিবেদন অনুযায়ীই, সত্যজিৎকে নাকি ফোন করে রাজ কাপুর বলেছিলেন, কী খেল দেখিয়েছো গুরু! দুরন্ত তোমার এই ছবি। এই ঘটনার কথা সত্যজিৎপুত্র সন্দীপ রায়ও নানা সাক্ষাৎকারে বলেছিলেন, এমনকী, তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাজ কাপুর নাকি পথের পাঁচালীর প্রশংসা করেছিলেন কিশোর কুমারের কাছে। পথের পাঁচালী দেখে নাকি সত্য়জিতের প্রশংসা গোটা ইন্ডাস্ট্রির কাছে করেছিলেন বলিউডের শো-ম্যান রাজ।
এসএম/টিএ