সিনেমা হল বলতে কী বোঝায়, সেটা প্রায় ভুলতে বসেছে রাজশাহীর নতুন প্রজন্ম। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের রাজমিস্ত্রী ইতিম আলী। ঈদুল ফিতর উপলক্ষে পরিত্যক্ত লাকী সিনেমা হল ভাড়া নিয়ে তিনি সেখানে প্রদর্শনের ব্যবস্থা করেছেন শাকিব খান অভিনীত নতুন ছবি ‘বরবাদ’।
সিনেমার প্রতি শৈশব থেকেই ভালোবাসা ছিল ইতিম আলীর। এক সময় চাকরিও করেছিলেন সিনেমা হলে। পেশা বদলালেও সিনেমার প্রতি তার টান কমেনি। তাই করোনাকাল ছাড়া গত কয়েক বছর ধরেই তিনি লাকী হলটি লিজ নিয়ে চালিয়ে যাচ্ছেন।
প্রায় পাঁচ বছর আগে হলটির মালিক আবদুর রশিদের মৃত্যুর পর তার সন্তানরা নিচতলা দোকান ও ওপরে গোডাউন করে দেন। এবার ঈদের মেলা ও মাজারকেন্দ্রিক দর্শনার্থীদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করতে ওই গোডাউন ১০ দিনের জন্য ভাড়া নিয়ে সিনেমা দেখানোর ব্যবস্থা করেন ইতিম। মাত্র ১০ হাজার টাকায় গোডাউনটি ভাড়া নিয়ে সেটিকে ভাগ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির আসনের ব্যবস্থা করেন তিনি, যেখানে একসঙ্গে ২০০ থেকে ২৫০ দর্শক বসতে পারে।
সরকারি অনুমোদন নিয়েই উদ্যোগটি বাস্তবায়ন করেছেন ইতিম আলী। তিনি জানান, এলাকার সন্তান হিসেবে সিনেমা দেখার পুরোনো ঐতিহ্য রক্ষা করতেই তার এই প্রয়াস। ঢাকার সার্ভার থেকে সরাসরি সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন চলছে চারটি শো—সাড়ে ১২টা, ৩টা, ৬টা এবং রাত ৯টা বা ১২টায়। জনপ্রতি টিকিট মূল্য ধরা হয়েছে ১২০ টাকা।
পরিবার, বন্ধু-বান্ধবসহ প্রচুর দর্শনার্থী আসছেন সিনেমা দেখতে। সিনেমার প্রচারে করা হয়েছে পোস্টার সাঁটানো ও মাইকিং—যেমনটা অতীতে চালু ছিল।
বাঘা উপজেলায় আগে লাকী, মনিকা এবং শিমুল নামে তিনটি সিনেমা হল থাকলেও সেগুলো এখন বসতবাড়ি বা বাণিজ্যিক স্থাপনায় রূপ নিয়েছে। এই প্রেক্ষাপটে পরিত্যক্ত লাকী হলকে নতুন করে মৌসুমীভাবে চালু করে ইতিম আলী পেয়েছেন স্থানীয়দের প্রশংসা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, হল চালানোর ব্যাপারে জানতে পেরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে তাকে।
এই আয়োজন প্রমাণ করে, ভালোবাসা থাকলে ঐতিহ্যকে আবারও জীবন্ত করা যায়।
এসএস