ম্যাচের শুরুতে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে আঘাত পেয়ে কিছুক্ষণ খোঁড়াতে দেখা গেল কিলিয়ান এমবাপেকে। চোট কাটিয়ে ফেরা এই ফরাসি তারকাই পরে দুর্দান্ত গোলে পথ দেখালেন দলকে। তারপরও জেগেছিল শঙ্কা, তা উড়িয়ে রিয়াল মাদ্রিদ শিবিরে স্বস্তি ফেরালেন রদ্রিগো।
আলাভেসের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে জাবি আলোনসোর দল। ১৭ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।
সব প্রতিযোগিতা মিলিয়ে আগের আট ম্যাচের মাত্র দুটিতে জয়, সবশেষ দুই ম্যাচেই হার ঘরের মাঠে- জাবি আলোনসোর ওপর চাপ তাই ক্রমেই বাড়ছিল। কোচের পদে নড়বড়ে হয়ে পড়ছিল তার অবস্থান। ভীষণ কঠিন সময়ে এই জয় বড় স্বস্তি হয়ে এলো তার জন্যও।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনে আলাভেস ম্যাচের একাদশ সাজান জাবি আলোনসো। চোট ও নিষেধাজ্ঞায় বেশিরভাগ ডিফেন্ডারের অনুপস্থিতিতে অভিষেক হয় একাডেমির ১৯ বছর বয়সী ফুল-ব্যাক ভাল্দেপেনাসের। মূল দলের ফুল-ব্যাকদের সবাই আছেন বাইরে।
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরুতে জমে ওঠে লড়াই। বেশ কয়েকটি লক্ষ্যভ্রষ্ট শটের পর, ২৪তম মিনিটে লক্ষ্যে প্রথম শটে গোলের দেখা পায় রিয়াল। মাঝমাঠ থেকে জুড বেলিংহ্যামের বাড়ানো বল ধরে, প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে বক্সে ঢুকে গোলটি করেন এমবাপে।
এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতার গোল হলো ১৭টি, ১৭ ম্যাচে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে তার গোল হলো ২৬টি। রিয়াল মাদ্রিদের জার্সিতে সব মিলিয়ে ৭০ গোলে পৌঁছে গেলেন বিশ্বকাপ জয়ী তারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে থিবো কোর্তোয়ার দৃঢ়তায় জাল অক্ষত রাখে রিয়াল। কাছ থেকে পাবলো ইবানেসের প্রচেষ্টা বেলজিয়ান গোলরক্ষকের মুখে লেগে ব্যর্থ হয়। প্রথমার্ধে গোলের জন্য পাঁচটি শট নিয়ে শুধু একটিই লক্ষ্যে রাখতে পারে রিয়াল। এই সময়ে আলাভেসের দুই শটের একটি লক্ষ্যে ছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে কয়েক সেকেন্ডের ব্যবধানে এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের শট ঠেকিয়ে রিয়ালের ব্যবধান বাড়তে দেননি আলাভেস গোলরক্ষক আন্তোনিও সিভেরা। ৬৭তম মিনিটে বদলি নামার পরের মিনিটেই দারুণ ফিনিশিংয়ে রিয়ালের জালে বল পাঠিয়ে আলাভেসকে সমতায় ফেরান কার্লোস ভিনসেন্তে। লাইন্সম্যান প্রথমে অফসাইডের পতাকা তুললেও, ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।
তবে ৭৬তম মিনিটে ভিনিসিউসের পাসে ছুটে গিয়ে কাছ থেকে স্লাইডে বল জালে পাঠিয়ে আবার রিয়ালকে এগিয়ে নেন রদ্রিগো। লা লিগায় ১১ মাসের মধ্যে প্রথম গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। রিয়ালের হয়ে তারও গোল হলো ৭০টি।
সিটির বিপক্ষে দলের একমাত্র গোলটি করেছিলেন তিনিই। গোলের পর ডাগআউটে আলোনসোর বাঁধভাঙা উল্লাসই বলে দিচ্ছিল, তার জন্য কতটা স্বস্তির এই গোল। স্প্যানিশ সংবাদমাধ্যমে রোববার খবর ছড়িয়ে পড়ে, এই ম্যাচে জিততে ব্যর্থ হলে বরখাস্ত করা হবে কোচকে।
আলোনসোর কোচিংয়ে এই প্রথম কোনো ম্যাচে এমবাপে, ভিনিসিউস, রদ্রিগো ও বেলিংহ্যাম একসঙ্গে শুরুর একাদশে নামলেন এবং প্রত্যেকেই গোল অথবা অ্যাসিস্ট করলেন।
নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার কোপা দেল রের শেষ বত্রিশে, তৃতীয় স্তরের দল আর সিএফ তালাভেরার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
এমআর/টিকে