পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচেই বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে লাহোর কালান্দার্স। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে তারা হেরেছে ৮ উইকেটে। উল্লেখযোগ্যভাবে, একাদশে ছিলেন না বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন।
টস জিতে লাহোরকে ব্যাটিংয়ে পাঠায় ইসলামাবাদ। শুরুটা ভালো করলেও ইনিংস ধরে রাখতে পারেনি লাহোর। ১৯.২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রান তুলতে সক্ষম হয় দলটি। একমাত্র ব্যতিক্রম ছিলেন আব্দুল্লাহ শফিক, যিনি খেলেন ৩৮ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস। সিকান্দার রাজা করেন ২৩ রান, বাকিরা ছিলেন নিষ্প্রভ।
ইসলামাবাদের হয়ে বল হাতে আলো ছড়ান জেসন হোল্ডার ও শাদাব খান। হোল্ডার ৪টি ও শাদাব ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় ইসলামাবাদ। সাহিবজাদা ফারহান ও কলিন মুনরোর ধীরস্থির ব্যাটিংয়ে গতি পায় রানচাকা। ফারহান আউট হন ২৫ রান করে। এরপর মুনরোর সঙ্গে জুটি গড়েন সালমান আঘা। দুজনের ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ইসলামাবাদ ইউনাইটেড।
মুনরো অপরাজিত থাকেন ৪২ বলে ৫৯ রান করে, আর সালমান আঘা করেন ৩৪ বলে ৪১ রান। লাহোরের পক্ষে উইকেট পান কেবল আসিফ আফ্রিদি ও হারিস রউফ।
রিশাদ হোসেনের অনুপস্থিতিতে লাহোরের বোলিং আক্রমণ ছিল কার্যত নিস্তেজ। উদ্বোধনী ম্যাচেই এমন বাজে পারফরম্যান্সে চাপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এসএস