কুমিল্লার লাকসামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের ঘটনায় বৃদ্ধ আবদুল জলিলকে (৬০) হাত-পা বেঁধে গরম পানি ঢেলে পুড়িয়ে দেওয়া হয়, যার একটি ভিডিও শুক্রবার (১১ এপ্রিল) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায়। নির্যাতনের শিকার আবদুল জলিল ওই গ্রামের মৃত হাজী ওয়ালী উল্লার ছেলে।
নির্যাতনের অভিযোগে জলিল তার স্ত্রী রিনা আক্তার (৪৫) এবং সন্তান শান্ত (২৮), নোমান (২০), রকি (১৬), নাজমিন (২৬) ও নুপুর (১৩)–এর বিরুদ্ধে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
ভিডিওতে যা দেখা গেছে
ভাইরাল ভিডিওতে দেখা যায়, জলিলকে জোরপূর্বক উঠানে ফেলে তার গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়, এরপর হাত-পা বেঁধে তার মাথা ও মুখে গরম পানি ঢেলে দেওয়া হয়। তিনি বাঁচার আকুতি জানাতে থাকেন, চিৎকার করে বলেন, “ও আল্লাহ রে… আমাকে মাইরা ফেলছে তারা।”
নির্যাতনের পর স্থানীয়রা জলিলকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে জলিল জানান, তার সন্তানরা দীর্ঘদিন ধরে সম্পত্তি লিখে দিতে চাপ দিচ্ছিল এবং তাকে কোনো ভরণপোষণ দিচ্ছিল না।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, “ঘটনার ভিডিও আমরা পেয়েছি, এবং এটি সত্য। পারিবারিক কলহ থেকেই এমন ঘটনা ঘটেছে। জলিল অভিযোগ করেছিলেন, কিন্তু পরে পারিবারিক শান্তি বজায় রাখতে অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।”
এসএস