ঋত্বিক রোশান -এর জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি কৃষ-এর চতুর্থ কিস্তি নিয়ে বলিউডে তুমুল চর্চা চলছে। এই প্রথমবার ঋত্বিক নিজেই পরিচালনার দায়িত্ব নিয়েছেন, এবং একই সঙ্গে থাকছেন মুখ্য ভূমিকায়।
নতুন ছবির কাহিনিতে থাকছে টাইম ট্রাভেল ও মাল্টিভার্স থিম।ঋত্বিক তার নিজের যুব ও বার্ধক্য অবতারদের সঙ্গে পর্দায় মুখোমুখি হবেন। ফ্র্যাঞ্চাইজির আগের ছবি থেকে বেশ কিছু চরিত্রকে ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয়-এর নাম ইতিমধ্যে আলোচনায় এসেছে। নতুন সংযোজন হিসেবে নোরা ফাতেহির নামও শোনা যাচ্ছে।
সবচেয়ে আলোচিত গুঞ্জন হলো কৃষ-৩ এর চরিত্র কায়া-কে নিয়ে। কঙ্গণা রাণৌত অভিনীত এই শেইপশিফটিং মিউট্যান্ট চরিত্রটি কি আবার ফিরতে চলেছে? টাইম ট্রাভেল এবং মাল্টিভার্সের কারণে তার ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডিজিটাল ডি-এইজিং, আর্কাইভাল ফুটেজ কিংবা বিশেষ মাল্টিভার্স ক্যামিও—যেকোনো মাধ্যমে চরিত্রটির প্রত্যাবর্তন সম্ভব বলে মনে করছেন অনেকে।
তবে কঙ্গণাএবং ঋত্বিক-এর অতীতের ব্যক্তিগত বিরোধের কারণে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদিকে দর্শকদের একাংশ কায়া-র ফিরে আসা দেখতে চাইলেও, অন্যদিকে অনেকে অফ-স্ক্রিন বিতর্ককে পর্দায় না টানার পক্ষে।
এখনও পর্যন্ত নির্মাতা রাকেশ রোশান কিংবা প্রযোজক সংস্থা ওয়াই আর এফ-এর তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে, কৃষ-৪ হবে ভারতীয় সুপারহিরো সিনেমার ইতিহাসে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও চমকপ্রদ অধ্যায়।
এফপি/এস এন