নীলফামারীর ডিমলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) সকালে মেডিকেল মোড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে কামারুজ্জামান (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক কামারুজ্জামান উপজেলার বাবুরহাট এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন সরকারের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১১ এপ্রিল) রাতে অভিযুক্ত কামারুজ্জামানকে তার স্ত্রী মাদক ব্যবসা করতে নিষেধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার স্ত্রীর মাথা ফেটে যায়। পরে আহত স্ত্রী পুলিশের কাছে মাদক সংক্রান্ত তথ্য দেন। সে তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে কামারুজ্জামানের মেডিকেল মোড়ের ভাড়া বাসা থেকে ৩৮টি ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অভিযান শেষে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী গণমাধ্যমকে বলেন, গ্রেফতার কামারুজ্জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।