নামাজ নিয়মিত না পড়লেও ‘ভালো মুসলিম’ হিসেবে নিজেকে মনে করেন বলিউড নির্মাতা ফারহা খান।
সাম্প্রতিক এক অনলাইন আড্ডায় ভক্তদের সঙ্গে কথা বলতে গিয়ে ফারহা জানান, যদিও তিনি দিনে পাঁচবার নামাজ আদায় করতে পারেন না, তবে চেষ্টা করেন ভালো মানুষ হতে।
তিনি বলেন, নিয়মিত দান করেন এবং রমজানে রোজাও রাখেন। এক ভক্তের প্রশ্নে ফারহা জানান, বলিউডে আর কে নিয়মিত নামাজ পড়েন, সে বিষয়েও তাঁর জানা কিছু তথ্য রয়েছে।
এক অনুরাগী ফারাহর কাছে জানতে চান, ‘আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? রোজ নামাজ পড়েন বা রমজানে উপবাস করেন? আমি নিশ্চিত, আপনি লাকি আলির মতো ধার্মিক তো নন! তিনি রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন।’
উত্তরে ফারহা বলেন, ‘আমি রোজ নামাজ পড়ি না। তবে রোজা রাখি রমজানের সময়ে। পাশাপাশি আমার উপার্জনের পাঁচ শতাংশ দান করে দেই। তাছাড়া মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, পরিশ্রম করি। আমার মনে হয়, এই গুণগুলো অনেক ভালো।’
বলিউড অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও অভিনেত্রী টাবুর প্রসঙ্গও উঠে আসে সেই কথোপকথনে। কারণ তারা তিনজনই মুসলিম।
ফারাহর কাছে জানতে চাওয়া হয়, এই তিনজন তারকা কতটা ধার্মিক? জবাবে এই পরিচালক বলেন, ‘শাহরুখ মানুষ হিসেবে খুবই ভালো। প্রায়শই দান করেন। চলচ্চিত্র জগতের ভেতরে ও বাইরের বহু মানুষকে সাহায্য করেছেন।’
অভিনেত্রী টাবু প্রসঙ্গে ফারাহ বলেন, ‘টাবু আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী। তাই জানি, সে নিয়মিত নামাজ পড়েন। এছাড়াও তিনি খুবই ভালো একজন মানুষ।’
এরপর ভাইজান প্রসঙ্গে ফারাহ বলেন, ‘আমি সালমানের বিষয়ে সেভাবে জানি না। তবে যে কোনও মানুষ প্রয়োজনে তাকে পাশে পায়। ধর্মের চেয়েও সেটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়।’
আরএ