রিজওয়ানের সেঞ্চুরি ছাপিয়ে নায়ক ভিন্স, রেকর্ড রান তাড়ায় করাচির জয়

রানের বন্যায় ভেসে যাওয়া এক ম্যাচে পার্থক্য গড়ে দিলেন দুই দলের সেঞ্চুরিয়ান। যেখানে মোহাম্মদ রিজওয়ানের তুলনায় আরও বেশি আলো কেড়েছেন করাচির জেমস ভিন্স। রিজওয়ান ধীরগতির ফিফটির পর শতক পেলেও, ভিন্স ছিলেন শুরু থেকেই বিধ্বংসী—৪৩ বলে করলেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার অনুষ্ঠিত ম্যাচে মুলতান সুলতানসকে ৪ উইকেটে হারিয়েছে করাচি কিংস। ২৩৫ রানের বিশাল লক্ষ্য তারা টপকে গেছে চার বল হাতে রেখেই—পিএসএল ইতিহাসে করাচির সবচেয়ে বড় রান তাড়া করে জয়।

এর আগে করাচির সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ১৯৬, সেটিও মুলতানের বিপক্ষে ২০২১ সালে। এবারের জয় আরও স্মরণীয়, কারণ এর আগে কেবল দুটি দলই ২৩৫+ রান তাড়া করে পিএসএলে জয় পেয়েছিল—কুয়েটা গ্ল্যাডিয়েটরস (২৪০) ও মুলতান সুলতানস (২৪২), গত বছর মার্চে।

ম্যাচে প্রথমে ব্যাট করে মুলতান তোলে ৩ উইকেটে ২৩৪ রান। ওপেনার রিজওয়ান অপরাজিত থাকেন ৬৩ বলে ১০৫ রানে, যেখানে পাঁচটি ছক্কা ও নয়টি চার ছিল। মাঝের ওভারগুলোতে রানের গতি কম থাকলেও শেষ দিকে কামরান গুলাম (১৯ বলে ৩৬) ও মাইকেল ব্রেসওয়েল (১৭ বলে ৪৪*) গতি বাড়ান।

রান তাড়ায় শুরুটা করাচির ভালো হয়নি। ওয়ার্নার আউট হন মাত্র ১২ রানে। তবে এরপর মাঠে ঝড় তোলেন ভিন্স। আগ্রাসী ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিকাল ইনিংস গড়েন মাত্র ৪৩ বলে—চারটি ছক্কা ও ১৪টি চারে। তার সঙ্গে ১৪২ রানের জুটি গড়েন খুশদিল শাহ, যিনি ৩৭ বলে করেন ৬০ রান।

যদিও এই জুটি ভেঙে যাওয়ার পর দুই ব্যাটার দ্রুত ফিরে যান, কিন্তু জয় থামাতে পারেনি কেউ। শেষ পর্যন্ত ম্যাচটি নিজেদের করে নেয় করাচি কিংস।

রিজওয়ানের ধীরগতির ইনিংস আর ভিন্সের বিস্ফোরক ব্যাটিং—এই বিপরীতধর্মী সেঞ্চুরিই মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি ক্রোক Apr 15, 2025
img
বই দেখে পরীক্ষা দেওয়ায় ৬ শিক্ষার্থী ও ৮ শিক্ষককে বহিষ্কার Apr 15, 2025
img
‘ঘুষ’ হিসেবে গুলশানে ফ্ল্যাট নেওয়ায় টিউলিপের বিরুদ্ধে মামলা Apr 15, 2025
img
নারী বিশ্বকাপ বাছাই: ৩ ফিফটিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ Apr 15, 2025
img
স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ Apr 15, 2025
img
সেবায় গতি আনতে পোস্টম্যানরা পেলেন ই-বাইক Apr 15, 2025
img
শ্রীপুরে অগ্নিকান্ড,পুড়লো পোশাক শ্রমিকদের ২২ ঘর Apr 15, 2025
img
গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন Apr 15, 2025
img
জিলাপি খাওয়ার আবদার জানানো সেই ওসি প্রত্যাহার Apr 15, 2025
img
ঈদ পরবর্তী সময়টা শ্বশুরবাড়িতে, রাজীব-মেহজাবীনের ঘরোয়া মুহূর্ত নেটদুনিয়ায় প্রশংসিত Apr 15, 2025