রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার প্রায় এক বছর হতে চলেছে কিলিয়ান এমবাপ্পের। সাত বছর প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দাপটের সঙ্গে কাটিয়ে ফরাসি এই তারকা পাঁচ বছরের চুক্তিতে নাম লেখান রিয়াল মাদ্রিদে। তার বার্ষিক আয় কর বাদে ১৫ মিলিয়ন ইউরো, সঙ্গে সাইনিং ফি হিসেবে পেয়েছেন ১৫০ মিলিয়ন ইউরো।
তবে পিএসজির সঙ্গে তার সম্পর্ক এখানেই শেষ হয়নি। বরং এবার সাবেক ক্লাবের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন এমবাপ্পে। অভিযোগ, পিএসজি এখনো তার প্রাপ্য বেতন ও বোনাস মিলিয়ে ৫৫ মিলিয়ন ইউরো পরিশোধ করেনি।
এই অভিযোগের ভিত্তিতে প্যারিসের একটি আদালত পিএসজির কাছ থেকে ওই অর্থ জব্দ করে ‘সুরক্ষিত’ রাখার আদেশ দিয়েছে, যতদিন না চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। এমবাপ্পের আইনজীবীরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মামলার শুনানি হবে আগামী ২৬ মে।
এমবাপ্পের আইনি লড়াই এখানেই থেমে থাকছে না। বিষয়টি ফ্রান্সের শ্রম আদালতেও গড়াতে চলেছে। কারণ, এই মামলা শুধু এমবাপ্পের একার নয়, এটি ফরাসি ফুটবলারদের সংগঠন ইউএনএফপির (UNFP) একটি বড় পদক্ষেপের অংশ।
ইউএনএফপি এক বছর আগেই অভিযোগ তোলে, যারা ক্লাবের দেওয়া নতুন চুক্তি মানতে রাজি হননি, তাদের ইচ্ছাকৃতভাবে মূল দল থেকে সরিয়ে রাখা হয়েছে। এমবাপ্পে মনে করেন, ২০২৩-২৪ মৌসুমের শুরুতে তাকে দল থেকে আলাদা রেখে পিএসজি তার সঙ্গেও একই আচরণ করেছে।
মাঠে বরাবরের মতোই দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার পুরনো ক্লাবের বিরুদ্ধে আইনি যুদ্ধ শুরু করেছেন এমবাপ্পে। এই লড়াইয়ের পরিণতি কী হয়, সেটিই এখন কৌতূহলের বিষয়।
এসএস/এসএন