হইচই-এ ১ মে মুক্তি পাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন হরর থ্রিলার সিরিজ ‘ভোগ’। অভীক সরকারের জনপ্রিয় গল্প অবলম্বনে তৈরি এই মনস্তাত্ত্বিক সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্নো মিত্র ও রজতাভ দত্ত।
গল্পের কেন্দ্রে আতিন—এক যুক্তিবাদী ব্যক্তি, যাঁর জীবন এক তান্ত্রিক দেবীমূর্তির মুখোমুখি হয়ে বদলে যায়। সত্যিই কি তিনি দেবীকে দেখেছেন, নাকি সবই এক মানসিক বিভ্রম?
চরিত্রের ভিতরের রূপান্তর, আতঙ্ক ছড়ানো সংলাপ ও অস্বস্তিকর ঘরানার দৃশ্য সিরিজটিকে করে তুলেছে অনন্য।
পরমব্রত বলেন, “এটা শুধু হরর নয়, শোক আর মানসিক বিপর্যয়ের জার্নি।”
বাংলা হরর ঘরানায় ‘ভোগ’ আনতে চলেছে এক ভিন্ন অভিজ্ঞতা, যেখানে অন্ধকার শুধু বাইরের নয়, মনেরও।
এসএন