অক্ষয়ের আগে শুরু, তবু থেমে গেল রণদীপের 'সরগড়ি'!

বলিউড ইন্ডাস্ট্রিতে বহু ছবি ক্যান বন্দি হয়ে যাওয়ার ঘটনা ঘটে। আবার নানা কারণে নির্মাণকালেও থমকে যায় একাধিক ছবির কাজ, যা অভিনেতাদের কেরিয়ায়ে অনেক সময় প্রভাব ফেলে। তেমনই এক ঘটনার শিকার হয়েছিলেন অভিনেতা রণদীপ হুডা। 'ব্যাটেল অফ সরগড়ি' ছবিটিতে অভিনয় করেছিলেন রণদীপ। সেই ছবি তৈরি মাঝপথেই থমকে যাওয়ার কারণ হিসাবে প্রযোজনা সংস্থাকে দায়ী করেছেন অভিনেতা। এমনকী প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন তিনি।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। সেখানেই 'ব্যাটেল অফ সরগড়ি' ছবিটির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রণদীপ হুডা। তাঁর অভিযোগ, ২০১৯ সালে 'কেশরী' তৈরি হওয়ার আগেই 'ব্যাটেল অফ সরগড়ি'র নির্মাণ শুরু হয়। ছবিটি পরিচালনা করছিলেন রাজকুমার সন্তোষী। রণদীপের কথায়, "ছবিটির ৩০ -৪০ শতাংশ কাজ হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই ছবির কাজ স্থগিত করে দেওয়া হয়। প্রযোজনা সংস্থা লোভে পড়ে অন্য ছবির কাজ শুরু করে দেয়। অথচ এই ছবির জন্য আমি সেই সময় অনেকগুলি কাজ ছেড়ে দিয়েছিলাম। তিন তিনটে বছর এই ছবির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সব জলে গিয়েছিল। এই ঘটনায় আমি খুব অসম্মানিত বোধ করেছিলাম। অবসাদগ্রস্তও হয়ে পড়েছিলাম।"

পাশাপাশি আক্ষেপের সুরে অভিনেতা জানালেন, "আমি ছবিটিতে বলবীর সিংয়ের ভূমিকায় অভিনয় করছিলাম। চরিত্রটিকে পর্দায় যথাযথ রূপ দিতে চেয়েছিলাম। একজন শিখ ধর্মাবলম্বী হিসাবে এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গর্ববোধ করেছিলাম। গুরু গ্রন্থসাহেবে হাত রেখে শপথ নিয়েছিলাম, শিখ ধর্ম ও বলবীর সিংয়ের চরিত্রটিকে ছবির মাধ্যমে যথাযথ মর্যাদা দেব। অথচ আমার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। নিজের কেরিয়ারের সবচেয়ে অন্ধকারময় সময় বলে আমার মনে হয়। অথচ দেখুন 'কেশরী' ছবিতে এই বলবীর সিংয়ের চরিত্রে অভিনয় করে অক্ষয় কুমার কত প্রশংসা পেয়েছেন!"

বাম দিকে বলবীর সিংয়ের ভূমিকায় রণদীপ হুডা এবং ডান দিকে 'কেশরী' ছবিতে অক্ষয় কুমার

প্রসঙ্গত, ১০ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছে 'জাট' ছবিটি। সানি দেওল অভিনীত এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাচ্ছে রণদীপ হুডাকে। 

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পশ্চিমবঙ্গে একদিনে ২৪ বাংলাদেশি গ্রেফতার Apr 15, 2025
img
রিশাদকে নিয়েই ব্যাটিংয়ে লাহোর Apr 15, 2025
img
সিনেমার দৃশ্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত, সানি দেওলের ‘জাট’ বয়কটের দাবি খ্রিস্টানদের Apr 15, 2025
img
আদালতের এজলাসে পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী আটক Apr 15, 2025
img
তুরস্কের রকেট প্রস্তুতকারকের সঙ্গে বৈঠক করলেন মাহফুজ আলম Apr 15, 2025
img
সেই খাইরুল এখন দেশের প্রধানমন্ত্রী হতে চান! Apr 15, 2025
img
বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রণয়ন করা হবে মহাপরিকল্পনা Apr 15, 2025
img
এলডিসি উত্তরণের কারণে বড় সমস্যা হবে না : ড. আনিসুজ্জামান Apr 15, 2025
img
এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা Apr 15, 2025
img
সাংবাদিক নূরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকিতে ডিআরইউ-ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ Apr 15, 2025