আদালতের রায়ে বিক্রি হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

টিকটকের পর এবার যুক্তরাষ্ট্রে বড় আইনি চ্যালেঞ্জের মুখে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা। মার্কিন ফেডারেল ট্রেড কমিশন অভিযোগ তুলেছে, মেটা সামাজিক যোগাযোগমাধ্যমে একচেটিয়া আধিপত্য কায়েম করেছে। প্রতিযোগীদের দমাতে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কিনে নেওয়া হয়েছে বলে অভিযোগ। আদালতে এটি প্রমাণিত হলে, মেটাকে এই দুটি অ্যাপ বিক্রি করে দিতে হতে পারে।

গত সপ্তাহে কমিশন জানায়, মেটা নিজেদের বাজার ধরে রাখতে অসাধু কৌশল নিয়েছে। প্রতিযোগীদের দমাতেই তারা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করেছিল। এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিকল্প কমে গেছে এবং বাজারে সৎ প্রতিযোগিতা ব্যাহত হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মামলার রায় মেটার জন্য বড় ধরনের ধাক্কা হয়ে উঠতে পারে। এমনকি সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ চেহারাও বদলে যেতে পারে।

মামলার শুনানি শুরু হচ্ছে আগামীকাল। প্রস্তুতি চলছে দুই বছরেরও বেশি সময় ধরে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকাল থেকেই এই মামলার ভিত্তি তৈরি হয়েছিল। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের পক্ষ থেকেই মেটার একচেটিয়া প্রভাব নিয়ে প্রশ্ন তোলা হয়।

মেটা অবশ্য আদালতে যুক্তি দিয়েছে, তারা প্রতিনিয়ত টিকটক, ইউটিউব, এক্স এবং স্ন্যাপচ্যাটের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছে। তাই একচেটিয়া আধিপত্যের অভিযোগ সঠিক নয়।

তবে কমিশনের আইনজীবীরা বলছেন, আদালতে প্রমাণ করতে হবে গত দশকে মেটার এই আচরণ ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত করেছে কিনা। মামলার ভবিষ্যৎ এ প্রশ্নের জবাবের উপর নির্ভর করছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে মেটা কনটেন্ট যাচাইয়ের ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা তুলে নেওয়ায় নতুন করে সমালোচনার মুখে পড়েছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অর্ধলক্ষ মানুষের জমায়েত প্রেসক্লাব এলাকায় Apr 26, 2025
img
পৌরাণিক সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন সিদ্ধার্থ-তামান্না Apr 26, 2025
img
১৫ বছর আগের ছবি শেয়ার করে ভাইরাল জোভান Apr 26, 2025
img
কাশ্মীর প্রসঙ্গে রাখি গুলজারের মন্তব্য, ‘সবই আসলে ক্ষমতার লড়াই’ Apr 26, 2025
img
বস্তায় পাওয়া গেল দেহের খণ্ডিত অংশ, খোঁজ নেই মাথার Apr 26, 2025
img
বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার Apr 26, 2025
img
নির্বাচন বিলম্বিত করা ৫ আগস্টের সঙ্গে বেঈমানি: আযম খান Apr 26, 2025
img
সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরই চায় জামায়াত Apr 26, 2025
img
ফ্যাসিবাদের সহযোগী বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী Apr 26, 2025
img
শিগগিরই একটি জাতীয় সনদে উপনীত হতে চায় ঐকমত্য কমিশন Apr 26, 2025