জীবনে ইন্টারনেট ব্যবহার করেননি ২৮ লাখ জার্মান

অনেক মানুষের কাছেই ইন্টারনেট ব্যবহার এখন নিত্যপ্রয়োজনীয় সেবার মতো। উন্নত বিশ্বের দেশগুলোতে দৈনন্দিন জীবনে ইটারনেট ব্যবহার না করে চলাফেরা করাও মুশকিল।

প্রযুক্তির এই যুগে ঠিকানা খুঁজে পাওয়া, কারো বিষয়ে সন্ধান করা, কোনো বিষয়ে খোঁজখবর নেওয়া, বিমান টিকিট কেনা কিংবা দৈনন্দিন কেনাকাটা অর্থাৎ দিনের প্রয়োজনীয় সব কিছুতেই দরকার ইন্টারনেট। কিন্তু ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে দেশের চার ভাগ মানুষ জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি, এমন তথ্য সামনে আসলে ভ্রু কুঁচকাতে হয় বৈকি।

সবশেষ এক পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য। জার্মানির জাতীয় পরিসংখ্যান দপ্তরের ২০২৪ সালের হিসাবে দেখা গেছে, দেশটির ২৮ লাখ মানুষ জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি। এই সংখ্যা জার্মানির মোট জনসংখ্যার চার ভাগ। সরকারের হিসাবে অনুযায়ী, জার্মানির জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি।

পুরো ইউরোপ জুড়ে পরিচালিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বিষয়ক গবেষণা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে।

সরকারের দপ্তরের তথ্য মতে, ১৬ থেকে ৭৪ বছর বয়সিরা এই তালিকায় রয়েছেন। যারা ইন্টারনেট ব্যবহার করছেন না তাদেরকে অফলাইনার বলে অভিহিত করেছে সরকার। পরিসংখ্যান আরো বলছে, ৬৫ থেকে ৭৪ বছর বয়সিদের মধ্যে ইন্টারনেট ব্যবহার না করার প্রবণতা বেশি। দেখা গেছে, বয়স যতে কম, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ততে বেশি।

ইউরোপের অন্যান্য দেশের পরিস্থিতি-
পরিসংখ্যান বলছে, ইউরোপের শতকরা পাঁচ ভাগ লোক জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি।

নেদারল্যান্ডস ওবং সুইডেনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। দেশ দু’টিতে অফলাইনারদের সংখ্যা এক ভাগের কম।

ইন্টারনেট ব্যবহরা না করার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়। দ্বিতীয় অবস্থানে গ্রিস। ক্রোয়েশিয়াতে এই সংখ্যা শতকরা ১৪ ভাগ এবং গ্রিসে শতকরা ১১ ভাগ।

উল্লেখ্য, জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বলছে, ২০২৪ সালে বিশজুড়ে ৩২ ভাগ লোক ইন্টারনেট ব্যবহার করেননি।

সূত্র : ডয়চে ভেলে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র! Apr 16, 2025
img
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার সাইবার হামলার অভিযোগ চীনের Apr 16, 2025
img
১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে শাকিবের বরবাদ Apr 16, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন বুধবার, যেসব বিষয়ে আলোচনা হতে পারে Apr 16, 2025
img
কেন সীমান্তে রাশিয়ার এস ৪০০ মোতায়ন করলো মোদি? Apr 16, 2025
img
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির Apr 15, 2025
img
এনসিপি যত সময় পাবে, ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, হোমিওপ্যাথি ডোজের মত: মাসুদ কামাল Apr 15, 2025
img
প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিসিএস প্রার্থীরা, পুলিশের বাধা Apr 15, 2025
img
ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ফলিস্তিনি গোষ্ঠীর Apr 15, 2025
img
১০০ কোটি ছুঁয়ে ফেলতে পারে শাকিবের বরবাদ Apr 15, 2025