বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পহেলা বৈশাখ যুগ যুগ ধরে জাতির জীবনে ফিরে আসে আনন্দ, বৈচিত্র্য ও প্রাণের উজ্জীবন নিয়ে।
রোববার (১৩ এপ্রিল) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি নববর্ষকে বাঙালি জাতির গৌরব ও ঐতিহ্যের প্রতীক হিসেবে তুলে ধরেন। তারেক রহমান বলেন, এই উৎসব শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আত্মপরিচয়ের এক উজ্জ্বল উপাদান।
তিনি আরও বলেন, “নববর্ষ আমাদের অতীত গৌরবের স্মৃতি জাগায় এবং ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির প্রেরণা দেয়। এখন আমাদের প্রয়োজন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা, যেখানে মতের ভিন্নতা থাকলেও থাকবে সহাবস্থান।”
শান্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বিশ্বজুড়ে অশান্তির মধ্যে শুধু অপেক্ষা করে নয়, বরং নিঃস্বার্থ চেষ্টার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমাদের অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে।”
তারেক রহমানের মতে, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই একটি শক্তিশালী, টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা সম্ভব। পহেলা বৈশাখ সেই আত্মজাগরণের অনুপ্রেরণা হয়ে উঠুক—এমন আশাই ব্যক্ত করেন তিনি।
এসএস/এসএন