ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশে যে কর্মসূচি পালন হয়েছে তা নিয়ে শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন জামায়াত আমির।
ওই পোস্টে তিনি বলেন, মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের আপামর জনগণ, আলেম-ওলামা, রাজনৈতিক-সামাজিক সংগঠনসমূহ, ছাত্র-তরুণ ও যুবকসহ সকল পেশার মানুষের পালিত 'মার্চ ফর গাজা' কর্মসূচি নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
তিনি আরো বলেন, কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে, মহান রাব্বুল আলামীন তা ক্ষমা করুন।
গতকাল গাজীপুরে যে বা যারা কতিপয় ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করেছে তা কোন অবস্থাতেই সমর্থন করা যায় না বলে মন্তব্য জামায়াত আমিরের। ঘটনার সাথে জড়িতদের অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
ডা. শফিকুর রহমান আরো বলেন, এই কর্মসূচির আয়োজকরা বার-বার সতর্ক করেছেন, কেউ যেন এ ধরনের অপকর্মে না জড়ায়।
তারপরেও যারা এই কাজটি করেছেন, তাদের উদ্দেশ্য যাই হোক, কর্ম অবশ্যই মন্দ।
আরএম/টিএ