আইপিএল মাঠে দাপট দেখাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা। প্রতিটি ম্যাচেই দলকে দিচ্ছেন মূল্যবান অবদান। আর গ্যালারিতে বাবাকে সাপোর্ট করতে দেখা যায় তার প্রিয় কন্যা সামাইরাকে। ছোট্ট এই তারকাসন্তানের স্কুল সম্পর্কে জানলে চোখ কপালে উঠতে পারে যে কারও!
রোহিত ও ঋতিকা সাজদেহের মেয়ে সামাইরা পড়াশোনা করছেন মুম্বাইয়ের অভিজাত ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। বলিউডের বহু তারকাসন্তানও লেখাপড়া করছে এই স্কুলে। ২০০৩ সালে নীতা মুকেশ আম্বানির উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুলটি ভারতে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার জন্য পরিচিত।
স্কুলটি সিআইএসসিই, কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন এবং ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট বোর্ডের আওতায় পাঠদান করে।
জানা গেছে, এই স্কুলে বার্ষিক টিউশন ফি কিন্ডারগার্টেনের জন্য প্রায় ১৪ লাখ রুপি, মিডল স্কুলের জন্য ১৮-২০ লাখ, আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য খরচ আরও বেশি। সামাইরার সহপাঠীদের তালিকায় রয়েছে—অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির মেয়ে আরাধ্য বচ্চন, শাহরুখ ও গৌরী খানের ছেলে আব্রাম খান, সাইফ-কারিনার দুই সন্তান তৈমুর ও জেহ আলি খান।
সাত বছর বয়সী সামাইরাকে প্রায়ই দেখা যায় ম্যাচশেষে বাবার সঙ্গে মাঠে সময় কাটাতে। গত বছর রোহিত-ঋতিকার ঘর আলো করে এসেছে আরেক সন্তান—পুত্র আহান।
তবে জন্মের পাঁচ মাস পরেও ছেলেকে সব ধরনের লাইমলাইট থেকে দূরে রাখছেন রোহিত ও ঋতিকা। এখনো আহানের মুখ প্রকাশ্যে আনেননি তারা। যদিও মায়ের কোলে থাকা অবস্থায় স্টেডিয়ামে বাবার খেলা দেখার মুহূর্ত এরই মধ্যে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে ঋতিকা সাজদেহকে বিয়ে করেন রোহিত শর্মা। তাদের প্রথম সন্তান সামাইরার জন্ম ২০১৮ সালে এবং দ্বিতীয় সন্তান আহানের জন্ম ২০২৪ সালের নভেম্বর মাসে।