জোড়া খুনের মামলায় ৭ দিনের রিমান্ডে সাজ্জাদ

চট্টগ্রামে জোড়া খুনের মামলায় অভিযুক্ত সাজ্জাদের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

এছাড়া তাকে নগর ও জেলার তিন থানার আরও ৮টি মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন মঞ্জুর করেছে পৃথক তিন আদালত।

আজ রোববার (১৩ এপ্রিল) বেলা দুইটার দিকে চট্টগ্রাম দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইব্রাহীম খলিল জোড়া খুনের মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, এদিন সকালে কারাবন্দি শীর্ষ এই ‘সন্ত্রাসীকে’ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে জেলার হাটহাজারী থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালত তা মঞ্জুর করেন।

এছাড়া একই দিনে পুলিশের আবেদনের প্রেক্ষিতে নগরের চান্দগাঁও থানার পাঁচটি মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালত এবং বায়েজিদ থানার একটি মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ম আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে সাজ্জাদের। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পাশাপাশি চান্দগাঁও এবং বায়েজিদ থানার ৬টি মামলায় আদালত সাজ্জাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছে।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘সাজ্জাদকে আজ দুপুরে আদালতে হাজির করে হাটহাজারী থানার দুটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। এরমধ্যে একটি হত্যা মামলা এবং অপরটি মারামারি সংক্রান্ত। তাকে হাজিরের সময় জেলা পুলিশ ও নগর পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।’

ছোট সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৫টিরও বেশি মামলা রয়েছে।

গত ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে দুর্বৃত্তের গুলিতে মো. আব্দুল্লাহ ও মো. মানিক নামে দুজন নিহত হয়।

এ ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাকে হুকুমের আসামি করা হয়। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয়দের হজের কোটা ৮০ শতাংশ কমাল সৌদি Apr 15, 2025
পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় স্থান পেল জুলাই অভ্যুত্থানের স্মৃতি Apr 15, 2025
শোভাযাত্রায় ডিসি-এসপির সঙ্গে আ''সা'মি আ.লীগ নেতা ! Apr 15, 2025
ঢাকার আকাশে আবু সাঈদ মুগ্ধকে দেখা যাচ্ছে Apr 15, 2025
পহেলা বৈশাখের আয়োজন নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী Apr 15, 2025
যে কারনে ‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষ'মা চাইতে বললেন জামায়াত আমির Apr 15, 2025
‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে এলেন আরও ভ'য়ং'ক'র রূপে! Apr 15, 2025
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানী কনসোর্টিয়াম Apr 15, 2025
img
‘আত্মসমর্পণ নয়, যুদ্ধবিরতি চাই’—ফিলিস্তিনি যোদ্ধাদের জবাব Apr 15, 2025
img
মালিপাড়া বস্তির আগুন দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে Apr 15, 2025