কোহলির অন্য রকম ‘সেঞ্চুরি’

ব্যাট হাতে বোলারদের শাসন করে নিজেকে এমন এক উচ্চতায় নিয়েছেন বিরাট কোহলি, ম্যাচ খেলতে নামলেই কোনো না কোনো রেকর্ড বা কীর্তি গড়েন তিনি। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক যেমন আজও একটা কীর্তি গড়লেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির ‘সেঞ্চুরি’ করেছেন কোহলি। কীর্তিটাও গড়লেন নিজের স্টাইলে।

লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ডাউন দ্য উইকেটে লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে। ওপেনিংয়ে নেমে ৬২ রানে অপরাজিত থাকেন ভারতের সাবেক অধিনায়ক।

এবারের আইপিএলে তৃতীয় ফিফটি পেয়েছেন কোহলি। কোহলির আগে প্রথম ব্যাটার হিসেবে ফিফটির ‘সেঞ্চুরি’ করেছেন ডেভিড ওয়ার্নার।
১০৮ ফিফটি নিয়ে শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ওপেনার।

কোহলির ওপেনিং সঙ্গী ফিল সল্টও (৬৫) পেয়েছেন ফিফটি। দুজনের অর্ধশতকে রাজস্থান রয়্যালসের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে ৯ উইকেটের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বড় জয়ে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন দেবদূত পাড্ডিকাল।

বেঙ্গালুরুর জয়ের আগে যশস্বী জয়সওয়ালের ফিফটিতে ১৭৩ রানের সংগ্রহ পেয়েছিল রাজস্থান। ওপেনিং করতে নেমে ৭৫ রানের ইনিংস খেলেন ভারতের বাঁহাতি ব্যাটার।


আরএম/টিএ

Share this news on: