শেষ মুহূর্তে টাইগারদের বাজিমাত, বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ

শেষ ১০ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫৯ রান, হাতে মাত্র ৪ উইকেট—পরিস্থিতি তখন অনেকটাই বাংলাদেশের বিপক্ষে। অনেকেই হয়তো হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এক প্রান্ত আগলে রেখে আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন রিতু মণি। শেষ পর্যন্ত সেই আলোই হয়ে উঠল বাংলাদেশের জয়মন্ত্র। অপরাজিত হাফসেঞ্চুরিতে দলকে দারুণ এক ২ উইকেটের জয়ে পৌঁছে দিলেন রিতু, আয়ারল্যান্ডের বিপক্ষে তুলে নিলেন দুর্দান্ত সাফল্য।

নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডেলানি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে ৬১ বলে অপরাজিত ৬৭ রান করেছেন রিতু।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই ফারজানা হককে হারিয়েছে টাইগ্রেসরা। ইনিংসের তৃতীয় বলটি অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে করেছিলেন পেন্ডারগেস্ট। সেখানে এগিয়ে গিয়ে ৩০ গজ বৃত্তের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন ফারজানা। তবে টাইমিং হয়নি। এজ হয়ে বল চলে যায় উইকেটকিপার হান্টারের হাতে। তাতে ডাক খেয়ে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার।

আরেক ওপেনার ইশমা তানজিমও ব্যর্থ। ১৫ বলে ২ রান করেন তিনি। তার বিদায়ে ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার ও জ্যোতি। ২৪ রান করে শারমিন সাজঘরে ফিরলে ৫৪ রানে তৃতীয় উইকেট হারায় দল।

এরপর দ্রুত ফেরেন সোবহানা মুস্তারি। তার পরপরই সাজঘরের পথ ধরেন জ্যোতিও। তবে ফেরার আগে ফিফটি পেয়েছেন অধিনায়ক। ৫১ রান করে জ্যোতির সাজঘরে ফিরলে ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

জ্যোতির বিদায়ের পর দলের হাল ধরেন রিতু। তবে তাকে এক প্রান্তে রেখে আরেক প্রান্তে ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌসরা উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে একক প্রচেষ্টায়ই দলকে জয়ের পথে রাখেন রিতু। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৬১ বলে অপরাজিত ৬৭ রান। তাকে শেষ দিকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাহিদা আক্তার। ১৭ বলে অপরাজিত ১৮ করেছেন তিনি।

আসরে দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
‘ইব্রাহিমের নাদানিয়া একেবারেই ভালো নয়’ Apr 15, 2025
img
উত্তরায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত Apr 15, 2025
img
ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে মার্কিন আদালতে মামলা Apr 15, 2025
img
নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত না করেই ডাকসুর টাইমলাইন ঘোষণা Apr 15, 2025
img
‘ওকে কোলে নিলেই…’, আবেগে গদগদ দাদু সুনীল শেট্টি Apr 15, 2025
img
সাগর-রুনি হত্যা: ১১৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন Apr 15, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বুধবার Apr 15, 2025
img
বিপিএল টিকিট বিক্রিতে দুর্নীতির অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান Apr 15, 2025
img
বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ Apr 15, 2025
img
সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া Apr 15, 2025