প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে অরাজনৈতিক আইনি সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার। সোমবার পাঁচটি মার্কিন আমদানিকারক সংস্থার প্রতিনিধি হিসেবে মামলার আবেদন করে সংস্থাটি।
গত ২ এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। যদিও ১০ এপ্রিল তিনি চীন ব্যতীত অন্যান্য দেশের ওপর থেকে শুল্ক স্থগিত করেন, এর মধ্যেই বৈশ্বিক বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। বিভিন্ন কোম্পানির শেয়ার দরে ব্যাপক ওঠানামায় পুঁজিবাজার থেকে উধাও হয়ে যায় শত শত কোটি ডলার।
লিবার্টি জাস্টিস সেন্টারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আইনজীবী জেফ্রি শোয়াব বলেন, “একক কোনো ব্যক্তির এমন শুল্ক আরোপের ক্ষমতা থাকা উচিত নয়, যা বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টি করতে পারে। সংবিধান অনুযায়ী, কর বা শুল্ক নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট ট্রাম্পের এক মুখপাত্র বলেন, “চীনসহ কিছু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারের সুবিধা নিচ্ছিল। প্রেসিডেন্ট কেবল একটি লেভেল-প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা করতে চেয়েছেন।”
এদিকে চীনের ওপর আরোপিত শুল্ক ১৪৫ শতাংশে উন্নীত করায় ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ফ্লোরিডার ফেডারেল আদালতেও আরেকটি মামলা দায়ের করেছেন আমদানিকারক ও ক্ষুদ্র উদ্যোক্তারা।
এসএস/এসএন